বোরো চাষে জলের আর্জি
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
চলতি মরসুমে হাওড়ায় বোরো চাষের জন্য রাজ্য সরকারের কাছে ডিভিসির জলের দাবি জানালেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। সোমবার তিনি সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেচমন্ত্রী জানান, এই মরসুমে বোরো চাষের জন্য আগেই ব্যবস্থা হয়েছে। আমতা-১ ও ২, বাগনান-১ ও উদয়নারায়ণপুর ব্লকের বোরো চাষ নির্ভর করে ডিভিসির ছাড়া জলের উপরে। দামোদর বাহিত সেই জলেই এই চারটি ব্লকের বোরো চাষ হয়।
|
দমকলের হাওড়া ডিভিশনের ৩৯ জন অগ্জিলিয়্যারি ফায়ার পার্সোনেল নিজেদের এক দিনের বেতনের ১২ হাজার ৯০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। বুধবার নবান্নে চেকটি দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খানের হাতে দেওয়া হয়। ওই কর্মীরা জানান, দমকলের হাওড়া ডিভিশনে তাঁরা অস্থায়ী সহায়ক কর্মী হিসেবে কাজ করছেন। |