পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রের। বুধবার দুপুরে হাওড়ার জয়পুরের পুরনো হসপিটাল মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত দুই ছাত্রের নাম মিজানুর রহমান মল্লিক (১৭) এবং মস্তাকিন মল্লিক (১৭)। বাড়ি স্থানীয় সারদা গ্রামে। দু’জনেই তাজপুর এম এন রায় ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, এ দিন বেলা ১টা নাগাদ বাড়ি থেকে জয়পুরের ব্লক অফিসে ওবিসি শংসাপত্রের ফর্ম জমা দেওয়ার জন্য মোটরবাইকে বেরিয়েছিল তারা। হঠাৎই মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে।
অন্য একটি ঘটনায়, ইট বোঝাই লরিকে ধাক্কা মেরে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্যামপুরের শালুকপাড়ার কাছে। বাসের কন্ডাক্টর-সহ ৫৫ জন যাত্রী আহত হন। তাঁদের পটলডাঙায় মুগকল্যাণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ১৮ জনকে পরে রেফার করা হয় উলুবেড়িয়া হাসপাতালে। |
দুর্ঘটনাগ্রস্ত বাস। —নিজস্ব চিত্র। |
পুলিশ জানায়, সকাল সওয়া ১০টা নাগাদ ধর্মতলা-শ্যামপুর রুটের বাসটি বাগনান-শ্যামপুর রোড ধরে বাগনানের দিকে আসছিল। শালুকপাড়ার কাছে রাস্তার বাঁকে উল্টো দিক থেকে আচমকা ইট বোঝাই একটি লরি এসে পড়ে। বাসটি প্রথমে লরিতে ধাক্কা মারে। তারপরে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়। বাসের দরজার দিকটি পড়েছিল খালের দিকে। ফলে উল্টো দিক থেকে জানালা কেটে যাত্রীদের বাইরে আনেন বাসিন্দারা।
যাত্রীরা অভিযোগ করেছেন, বাসটি শ্যামপুর থেকে নাউল পর্যন্ত খুব ধীর গতিতে আসছিল। এরপর বাসটি গতি বাড়ায়। বেশ গতি থাকার জন্যই লরিটি সামনে এসে পড়ায় চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দুর্ঘটনার পরেই চালক পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। |