কী প্রয়োজন? বাউড়িয়া ফোর্ট গ্লস্টার থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস।
কেন? বহুদিন আগে মুম্বই রোড দিয়ে বাউড়িয়া-আমতা (৬১বি) একটি বাস চলত। সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে কলকাতায় যেতে হলে মানুষকে অটো-ট্রেন-বাস পরপর বদল করে কলকাতায় যেতে হয়। কখনও বা বজবজ স্টেশন হয়ে অর্থাৎ নদী পার হয়ে কলকাতা যেতে হয়।
প্রস্তাব: একটি সরকারি বাস চালু করলে সাধারণ মানুষ বিশেষ উপকৃত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। রঘুদেবপুর, হাওড়া।
|
ধনপোতায় পশুর হাট সংস্কার |
কী প্রয়োজন? হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ধনপোতা এলাকায় পশুহাটের রাস্তা সংস্কার করা হোক।
কেন? ধনপোতা মাঠে তিরিশ বিঘা জমিতে যেখানে হাট বসে, সেখানের জমি নিচু, কাদায় ভরা, এবড়ো-খেবড়ো।
প্রস্তাব: হুগলি জেলা পরিষদ, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অর্থে কৃষি দফতরের গ্রামীণ বাজার হাট প্রকল্পে ধনপোতা পশুহাচ সংস্কার করা হোক।
এ এফ কামরুদ্দিন আহমেদ। বাঁদপুর, হুগলি।
|
কী প্রয়োজন? বেলুড় স্টেশনের পূর্ব এবং বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশে বিশাল খেলার মাঠটির আশু সংস্কার চাই।
কেন? বর্তমানে জলপূর্ণ ও আগাছাপূর্ণ মাঠটিকে জলাশয় বলেই মনে হয়। মাঠের অভাবে এলাকার ছেলে-মেয়েরা রাস্তা ঘাটে খেলাধূলা করে।
প্রস্তাব: মাঠটিতে মাটি ফেলে উঁচু করে সংস্কার করা হোক।
লক্ষ্মণ সাঁতরা। দাদপুর, হুগলি। |