সাংসদের এলাকা উন্নয়নের টাকায় জলের ট্যাঙ্ক কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বীরভূমে। সাঁইথিয়া হরিসড়া পঞ্চায়েত এলাকার মোনাই গ্রামের বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল জেলাশাসকের কাছে লিখিত ভাবে এ ব্যাপারে জানিয়েছেন। সম্প্রতি সাঁইথিয়া এলাকার হরিসড়া, মাঠপলশা, বনগ্রাম ও হাতড়া এই চারটি পঞ্চায়েতে দু’টি করে জলের ট্যাঙ্ক কেনা হয় প্রায় ১৬ লক্ষ টাকায়। অভিযোগকারীর দাবি, ট্যাঙ্কগুলি নিম্নমানের। আর্থিক দুর্নীতি হয়েছে। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গরমের সময়ে গ্রামের অনেক জায়গায় নলকূপ খারাপ হয়ে যায়। কুয়ো, পুকুরও শুকিয়ে যায়। ফলে জলের জন্য হাহাকার পড়ে যায়। তাই জল সমস্যা মেটাতে সাংসদের কাছে ট্যাঙ্ক ও ট্রাক্টরের জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনও মঞ্জুর করেন সাংসদ। প্রথম ধাপে ট্যাঙ্ক কেনার জন্য দরপত্র অনুযায়ী প্রতিটি ট্যাঙ্ক পিছু ২ লক্ষ টাকা করে মেলে। ওই টাকায় ট্যাঙ্ক কেনাও হয়। তার পরেই বিতর্ক দেখা দেয়। উল্লেখ্য, এই চারটি পঞ্চায়েতই তৃণমূল পরিচালিত। অভিযোগের তিরও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দিকে। রামপ্রসাদ মণ্ডলের দাবি, “ট্যাঙ্কগুলি নিম্নমানের। সেগুলি কলকাতার একটি নামী ট্যাঙ্ক প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে নেওয়ার কথা। কিন্তু সেগুলি স্থানীয় লোককে দিয়ে তৈরি করা হয়েছে। তাই এলাকার বাসিন্দা হিসেবে জেলাশাসককে জানিয়েছি।” তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি খান বলেন, “কোনও রকম দুর্নীতির সঙ্গে দলের কেউ যুক্ত থাকলে, আশা করব তদন্ত সাপেক্ষে জেলাশাসক ব্যবস্থা নেবেন।” সাংসদ শতাব্দী রায় বলেন, “এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে জলের ট্যাঙ্ক ও ট্রাক্টর কিনতে টাকা দেওয়া হয়েছে। কোথাও দুর্নীতি হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রশাসন দেখবে।” |