টুকরো খবর
মূল্যবোধের সঙ্কট নিয়ে আলোচনা
আজকের দিনে নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধের সঙ্কট নিয়ে একটি অভিনব আলোচনাসভা হয়ে গেল লাভপুরে স্থানীয় ‘বীরভূম সংস্কৃতি বাহিনী’র কার্যালয়ে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং কলকাতার একটি প্রতিষ্ঠান যৌথ ভাবে রবিবার সারা দিনের ওই আলোচনার আয়োজন করেছিল। আলোচনার সূত্র ধরেন ঝাড়খণ্ডের পাকুড় রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ বাগীস্বরনন্দ পুরী এবং বিবেকানন্দ সম্মেলনের বীরভূম জেলা সহ-সভাপতি মানস বন্দ্যোপাধ্যায়। তাঁরা বুঝিয়ে দেন, সমস্যাটা ঠিক কোথায়। এর পরে এলাকার ৫০ জন স্কুল-কলেজের অভিভাবিকাদের নিয়ে শুরু হয় মূল আলোচনা। হাজির ছিলেন লাভপুর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষকও। ছিল বিভিন্ন বয়সের ষাট জন পড়ুয়াও। সভায় কয়েক জন অভিভাবিকা অভিযোগ করেন, বেশ কিছু স্কুলে তো ঠিকমতো পড়াশোনাই হয় না, তা হলে শিক্ষকেরা মূল্যবোধের শিক্ষা দেবেন কী করে? এই উপলব্ধিও উঠে এসেছে, এখনকার স্কুল ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহারের জন্য বায়না ধরে। অভিভাবকদের বাধ্য হয়ে তা দিতেও হয়। আলোচনায় যোগদানকারী শিক্ষকদের কয়েক জন নৈতিকতা, মূল্যবোধ এবং আধ্যাত্মিকতার মতো বিষয়গুলি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা উচিত বলে মত দেন। পড়ুয়াদের উদ্দেশে আলোচকেরা জানান, বর্তমান যুগে অপার্থিব জিনিসের তুলনায় পার্থিব জিনিসের চাহিদা বেড়েছে। নতুন প্রজন্মের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে। উল্টো দিকে, তারা মানুষকে শ্রদ্ধা করতেও শিখছে না। সমস্যা থেকে মুক্তি পেতে মূল্যবোধের উপর জোর দেওয়ার কথা বলা হয় ওই আলোচনায়। আলোচনায়ভার ব্যবস্থাপক, ‘বীরভূম সংস্কৃতি বাহিনী’র কর্ণধার স্কুলশিক্ষক উজ্জল মুখোপাধ্যায় বলেন, “বিবেকানন্দের জন্মসার্ধ শতবর্ষ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। খুব শীঘ্রই ব্যবসায়ী ও সরকারি কর্মীদের নিয়ে ওই ধরনের অনুষ্ঠান ফের হবে।” ওই অনুষ্ঠানের অন্যতম ব্যবস্থাপক ছিল লাভপুরের শ্রীরামকৃষ্ণ পাঠচক্র।

ধর্ষণের অভিযোগে ধৃতের জেল
নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবক মদন মুর্মু পুলিশের কাছে আত্মসমর্পণ করল বুধবার। সিউড়ি আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হেফাজত হয়েছে। পুলিশের দাবি, জেরায় মদন জানিয়েছে, ওই কিশোরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ওই কিশোরীর মেজদা তাদের সম্পর্ক মানতে চাইছিলেন না। তাই মেজদার ভয়েই কিশোরীটি ওদের সেখানো কথা বলছে। যদিও মদনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে ওই কিশোরী। সিউড়ির দমদমা পঞ্চায়েত এলাকায় সোমবার সন্ধ্যার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় নবম শ্রেণির ওই ছাত্রী স্থানীয় একটি গির্জা থেকে একাই বাড়ি ফিরছিল। অভিযোগ, পথেই ওই যুবক চাদর দিয়ে মেয়েটির হাতমুখ বেঁধে পাশের একটি মাঠে তুলে নিয়ে যায়। মেয়েটির সঙ্গে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে সুইচ অফ করে দেওয়া হয়। তারপর অভিযুক্ত তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।

মিলবে বিদ্যুত্‌
বক্রেশ্বর তাপবিদ্যুত্‌ কেন্দ্রের গা ঘেঁষে থাকা দুবরাজপুরের চিনপাই ও সাহাপুর পঞ্চায়েত অচিরেই যাতে উত্‌পাদিত বিদ্যুতের সুফল পেতে পারে, তার প্রথম ধাপ সম্পন্ন হল গত বৃহস্পতিবার। বিদ্যুত্‌ কেন্দ্র সংলগ্ন যে মুথাবেড়িয়া সাবস্টেশনটি ছিল তার ক্ষমতা বৃদ্ধি করতে পৃথক একটি ১১/৩৩ কেভির ট্রান্সফর্মার বসানো হল ওই দিন। বিদ্যুত্‌ দফতর সূত্রে খবর, এত দিন পর্যন্ত দুবরাজপুর সাবস্টেশনের আওতায় ছিল ওই দু’টি পঞ্চায়েত এলাকা। তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন, “বহু বছর পর এ কাজ করা গেল এবং কাজটি করার জন্য তাপবিদ্যুত্‌ কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত ও প্রয়োজনীয় সমস্ত ধাপ বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে।” রাজ্য বিদ্যুত্‌ বণ্টন কোম্পানির জেলার ডিভিশনাল ইঞ্জিনিয়র কৃষ্ণকান্ত মিশ্র বলেন, “এলাকার মানুষের এই দাবি দীর্ঘদিনের। আগামী মাস দেড়েকের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। ৪-৫ হাজার গ্রাহক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উন্নত পরিষেবা পাবেন।”

নিষিদ্ধ মাদক উদ্ধার
গোপন সূত্রে খবর পেয়ে নানুরের কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ১৬০০ বোতল নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বোতলগুলি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচার করার উদ্দেশ্যে কোনও বাড়ি থেকে ওই সব মাদকদ্রব্যগুলি নামানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মোটরবাইক উদ্ধার
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একটি চোরাই মোটরবাইক উদ্ধার করল দুবরাজপুর পুলিশ। এই নিয়ে মোট ৫টি বাইক উদ্ধার হল। এই বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবরাজপুর থানা এলাকার খোঁয়াজ মহম্মদপুর থেকে রবিবার রাতে শেখ জিয়ারুল ও শেখ সানারুল নামে দুই যুবককে ধরে পুলিশ।

মৃত অজ্ঞাতপরিচয়ের
সিউড়ির মিনিস্টলের কাছাকাছি, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধার থেকে বুধবার সকালে এক অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকেরা মৃত বলে জানিয়ে দেন। কোনও গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.