ধৃত যান নিয়ন্ত্রণ কর্মী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বন্ধুকে দিয়ে যান নিয়ন্ত্রণের ডিউটি করাতে গিয়ে গ্রেফতার হয়েছেন অসামরিক প্রতিরক্ষা দফতরের এক কর্মী। তাঁর নাম সঞ্জয় কুণ্ডু। বাড়ি বর্ধমানের বাদামতলায়। গ্রেফতার করা হয়েছে সঞ্জয়বাবুর ওই বন্ধু দেবাশিস ঘোষকেও। তিনিও বাদামতলার কচিপুকুরের বাসিন্দা।
বর্ধমানের জেলা প্রশাসন অসামরিক প্রতিরক্ষা দফতরের হয়ে প্রায় ৫০ জন কর্মীকে নিয়োগ করেন, যাঁরা দৈনিক ৩২৫ টাকা ভাতায় জিটি রোডের উপর যান নিয়ন্ত্রণের কাজ করতেন। কিন্তু সঞ্জয়বাবু তাঁর বন্ধুকে ১৪০ টাকা করে দিয়ে ওই কাজটি করাতেন বলে অভিযোগ। তিনি নিজে ঘুরে বেড়াতেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “সঞ্জয়বাবুর বদলে প্রায়ই যান নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যেত দেবাশিসবাবুকে। এ দিন সন্দেহ হওয়ায় বর্ধমান ট্রাফিকের কনস্টেবলেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই জানাজানি হয়ে যায় যে তিনি বন্ধুর হয়ে কাজ করছেন। দু’জনকেই আটক করে ট্রাফিক পুলিশ বর্ধমান থানার হাতে তুলে দেয়। থানা তাদের গ্রেফতার করে। আজ, বৃহস্পতিবার দু’জনকে আদালতে তোলা হবে।”
|
বন্ধুকে দিয়ে কাজ করানোয় গ্রেফতার কর্মী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বন্ধুকে দিয়ে যান নিয়ন্ত্রণের ডিউটি করাতে গিয়ে গ্রেফতার হয়েছেন অসামরিক প্রতিরক্ষা দফতরের এক কর্মী। তাঁর নাম সঞ্জয় কুণ্ডু। বাড়ি বর্ধমানের বাদামতলায়। গ্রেফতার করা হয়েছে সঞ্জয়বাবুর ওই বন্ধু দেবাশিস ঘোষকেও। তিনিও বাদামতলার কচিপুকুরের বাসিন্দা। বর্ধমানের জেলা প্রশাসন অসামরিক প্রতিরক্ষা দফতরের হয়ে প্রায় ৫০ জন কর্মীকে নিয়োগ করেন, যাঁরা দৈনিক ৩২৫ টাকা ভাতায় জিটি রোডের উপর যান নিয়ন্ত্রণের কাজ করতেন। কিন্তু সঞ্জয়বাবু তাঁর বন্ধুকে ১৪০ টাকা করে দিয়ে ওই কাজটি করাতেন বলে অভিযোগ। তিনি নিজে ঘুরে বেড়াতেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “সঞ্জয়বাবুর বদলে প্রায়ই যান নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যেত দেবাশিসবাবুকে। এ দিন সন্দেহ হওয়ায় বর্ধমান ট্রাফিকের কনস্টেবলেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই জানাজানি হয়ে যায় যে তিনি বন্ধুর হয়ে কাজ করছেন। দু’জনকেই আটক করে ট্রাফিক পুলিশ বর্ধমান থানার হাতে তুলে দেয়। থানা তাদের গ্রেফতার করে। আজ, বৃহস্পতিবার দু’জনকে আদালতে তোলা হবে।”
|
ছাত্র পরিষদে ভাঙন
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ছাত্র পরিষদ নেত্রী তথা কাটোয়া কলেজের সহকারী সম্পাদক ( এ জি এস) নাজমা খাতুন যোগ দিলেন তৃণমূল ছাত্র পরিষদে। টিএমসিপি নেতাদের দাবি, বুধবার তাদের এক কর্মী সভায় তিনি টিএমসিপিতে যোগ দিয়েছেন। টিএমসিপির জেলা সভাপতি অশোক রুদ্র বলেন, “কাটোয়া কলেজের ওই এজিএস ছাত্র পরিষদ ছেড়ে আমাদের সংগঠনে যোগ দিয়েছেন। আমরা তাঁকে সংগঠনের কাজে লাগাব।” তিনি আরও জানিয়েছেন, সংগঠনের কাটোয়া মহকুমার দায়িত্বে থাকা শুভেন্দু দাসকে জেলা কমিটির সহ সভাপতি করা হয়েছে। কাটোয়ার দায়িত্বে নতুন মুখ আনা হবে। যদিও দলবদলের যোগদানের কথা স্বীকার না করে ছাত্র পরিষদের নেতা শেখ সোলেমানের পাল্টা দাবি, “নাজমা আমাদের সঙ্গেই আছেন বলে জানি। ওঁর সঙ্গে বুধবার সকালেও আমাদের কথা হয়েছে।”
|
গ্রামে বোমাবাজি
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ফের অশান্তি হল কাটোয়ার চাণ্ডুলি গ্রামে। মাঝি পাড়ায় এক যুবকের ছোঁড়া বোমায় আহত হয়েছেন এক মহিলা-সহ দু’জন। তাঁদের প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে চাণ্ডুলি গ্রামে যান কাটোয়া থানার ওসি পীযূষ লায়েক। দু’জনকে গ্রেফতারও করা হয়। পুলিশ জানায়, বুধবার মাঝি পাড়ার কয়েক জন খুকুরানি সিংহ নামে এক মহিলার বাড়ি যান। সেখানে বচসা বাধলে মাঝিপাড়ার এক যুবক বোমা ছোঁড়ে। তাতে আহত হন খুকুরানিদেবী ও তাঁর পড়শি ধানু সিংহ। সোমবার রাতেও নবান্ন উত্সবের বিসর্জন ঘিরে চাণ্ডুলি গ্রামের মাঝিপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে বচসা হয়। সেখান থেকে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। চার জন আহতও হন। |