বিস্ময় প্রতিভা
সংবাদ সংস্থা • লন্ডন |
আইনস্টাইন থেকে বিল গেটস, স্টিফেন হকিং এই তাবড় তাবড় নামের সঙ্গে পাল্লা দিচ্ছে চার বছরের সেরউইন সারাবি। বিজ্ঞানীদের দাবি, আইনস্টাইন-হকিংয়ের মতোই আইকিউ রয়েছে সেরউইনের। মনস্তত্ত্ববিদরা এই বুদ্ধির দৌড় মাপেন ওয়েচসলার স্কেলে। দক্ষিণ ইয়র্কশায়ারের বাসিন্দা সেরউইন ১৬০ এর মধ্যে পুরো নম্বর পেয়ে চমকে দিয়েছে সকলকেই। মনস্তত্ত্ববিদ পিটার কগডন জানান, চার বছরেই সেরউইনের বুদ্ধি আট-ন’বছরের বাচ্চাদের মতো। ইতিমধ্যেই ২০০-র কাছাকাছি বই পড়ে ফেলেছে। আর পছন্দের কাজ রয়েছে আরও একটা, অনর্গল কথা বলা।
|
ঢাকায় প্রতিনিধিরা
সংবাদ সংস্থা • ঢাকা |
মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পৌঁছলেন ভারতের প্রতিনিধি দল। মুক্তিযুদ্ধে যে ভারতীয় সেনারা যোগ দিয়েছিলেন, অবসরপ্রাপ্ত সেই সৈন্যদের নিয়ে তৈরি ৪১ জনের এক প্রতিনিধি দল দেখা করেন বাংলাদেশের সেনা প্রধান ইকবাল করিম ভূঁইঞার সঙ্গে। সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীরদের সম্মান জানাবেন তাঁরা।
|
পাশেই সেনা
সংবাদ সংস্থা • ব্যাঙ্কক |
রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এ বার আসরে নামল সেনাবাহিনী। রবিবার প্রতিরক্ষা বিভাগের সচিব নিপাত থঙ্গলেক জানান, ২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সমর্থন করবেন তাঁরা।
পুরনো খবর: সেনা ও পুলিশকে ডাক বিক্ষুব্ধদের
|
ইয়ানুকোভিচ সরকারের উপর চাপ বাড়ছে ক্রমশ। ইউক্রেনে প্রায় চার সপ্তাহ ধরে চলা সরকার-বিরোধী বিক্ষোভ চরম আকার নিল রবিবার। এ দিন দু’লক্ষ প্রতিবাদী জড়ো হন রাজধানী কিয়েভের রাস্তায়। আন্দোলনের কেন্দ্রস্থল ইন্ডিপেনডেন্স স্কোয়ারের কিছু দূরে সরকার-পন্থীদের একটা জমায়েতও হয়। হাজার পনেরোর বেশি লোক হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশবাসীকে অন্ধকারে রেখে রাশিয়ার সঙ্গে চুক্তি করার দিকে ঝুঁকছিলেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এই পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে অংশীদারি নিয়ে ঐতিহাসিক আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
পুরনো খবর: কিয়েভের পথে নেমেও সরতে হল পুলিশকে
|
বিদেশি শ্রমিকদের মধ্যে কোনও অসন্তোষ থেকে লিটল ইন্ডিয়ায় সংঘর্ষ দানা বাধেনি, জানালেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তাঁর মতে, রবিবারের সংঘর্ষ স্বতঃস্ফূর্ত। তামিলনাড়ু থেকে কিছু দিন আগেই সিঙ্গাপুরে এসেছিলেন শক্তিভেল কুমারভেলু। বাসের ধাক্কায় রবিবার তাঁর মৃত্যু হলে রাস্তায় আগুন জ্বালিয়ে দেন স্থানীয় ভারতীয়রা।
পুরনো খবর: মৃত ভারতীয় শ্রমিকের পাশে সিঙ্গাপুরবাসীই
|
বিমান ছাড়ার আগেই গোঁ ধরলেন চালক। মেনুতে থাক আর ছাই না থাক, স্যান্ডউইচ তাঁর চাই-ই-চাই। এই স্যান্ডউইচের চক্করে পাক্কা আড়াই ঘণ্টা দেরিতে উড়ল আন্তর্জাতিক বিমান। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। সকাল পৌনে সাতটায় আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল পাকিস্তান এয়ারলাইন্সের নিউ ইয়র্কগামী বিমানটির। আড়াই ঘণ্টা পরে স্যান্ডুইচ পেয়ে তবে বিমান ওড়ান চালক। |