টুকরো খবর
বাউন্সারের বাড়িতে টাকা
ব্যাঙ্কের পাওনা আদায়ে হামলা চালিয়ে ধৃত বাউন্সার দলের পাণ্ডার বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে জিয়ারুল শেখ নামে ওই বাউন্সারের বাড়ি থেকে সাড়ে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। ৯ ডিসেম্বর দুপুরে বর্ধমানের ভাঙাকুঠির ব্যবসায়ী শেখ আকবরের বাড়িতে হানা দেয় বাউন্সার বাহিনী। মাথায় দেশি ওয়ান শটার ঠেকিয়ে আকবরের স্ত্রী আলেমা বেগমের গায়ের গয়না ও নগদ সাড়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। আকবরদের চিৎকারে পড়শিরা পুলিশে খবর দেন। পুলিশের দাবি, ধৃত সাত বাউন্সার জেরায় জানায়, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনাদায়ী ঋণ আদায়ের জন্য রিকভারি এজেন্ট ‘শ্যাম অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর হয়ে তারা কাজ করছিল। সংস্থাটির অফিস বারাসতে। জিয়ারুল তারই প্রতিনিধি। তার বাড়ি থেকে এ দিন উদ্ধার হওয়া টাকা লুঠের টাকারই অংশ বলে ধারণা পুলিশের। বাকি টাকা কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুরনো খবর:
কবর থেকে উদ্ধার যুবতীর দেহ
কবর থেকে যুবতীর দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ। শনিবার প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী হন ওই যুবতী। রাতেই গোপনে জামাইবাবু রবু শেখ ওই যুবতীর দেহ কবর দিয়ে দেন বলে অভিযোগ। রবিবার সকালে বর্ধমানের ভাতারের বিডিও প্রলয় মণ্ডল, ডিএসপি ক্রাইম সামসুদ্দিন আহমেদ-সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ছিলেন মৃত যুবক-যুবতীর বাড়ির লোকেরাও। এ দিন অবশ্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজ, সোমবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ওই যুবতীর জামাইবাবু রবু শেখের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

পুরনো খবর:
কবিতা পাঠের আসর
একটি কবিতা পাঠের আসর হয়ে গেল পূর্বস্থলীতে। রবিবার বেঙ্গল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং পিলসুজ নামে একটি পত্রিকার যৌথ উদ্যোগে পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়ায় ওই অনুষ্ঠান হয়। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের শ’খানেকেরও বেশি কবিরা যোগ দেন।
পূর্বস্থলীর কবিতা পাঠের আসরে চিত্র প্রদর্শনী।—নিজস্ব চিত্র।
দিনভর অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা। অনেকে আসরে বসেও কবিতা লেখেন। ছিল পত্র পত্রিকার স্টল। পিলসুজ পত্রিকার তরফে একটি চিত্র এবং শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এই ধরনের উদ্যোগের ফলে এলাকার সাংস্কৃতিক পরিবেশের মানোন্নয়ন হবে।”

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মকাই শেখ (৩২)। বাড়ি পূর্বস্থলীর নাদনঘাটের সিংহজুলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়ে, শনিবার বিকেলে মকাই শেখ মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তখনই পূর্বস্থলীর গোয়ালপাড়া গ্রামের কাছে এসটিকেকে রোড দিয়ে যাওয়ার সময় একটি দশ চাকার লরি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্মরণসভা
প্রাক্তন আইনজীবী তথা বর্ধমান পুরসভার বিরোধী দলনেতা সুনীল দাসের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন হল শনিবার। অনুষ্টানে ছিলেন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমানের পুরপ্রধান স্বরূপ দত্ত, বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী-সহ বর্ধমান পুরসভার ১০ জন কাউন্সিলর। সভায় উপস্থিত প্রায় সকলেই মন্তব্য করেন, সুনীলবাবু কখনও কোনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.