অসীম সাহস না থাকলে ডেল স্টেইনদের দেশে গিয়ে তাঁদের মারণ বোলিংয়ের মোকাবিলা করা অসম্ভব, মনে করেন সে দেশের উইকেটে তিনটি হাফসেঞ্চুরির মালিক ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর। তাঁর আশা, ওয়ান ডে সিরিজে ভারতের ভরাডুবি হলেও টেস্ট সিরিজে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ধোনিরা।
সে জন্য অবশ্য বোলারদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ভারতীয় দলের বাইরে থাকা ওপেনিং ব্যাটসম্যান, যাঁর দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিতে রাজি নন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি। দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং সম্পর্কে নিজের অভিজ্ঞতা থেকে গম্ভীর বলেন, “দক্ষিণ আফ্রিকার উইকেটে ব্যাট করতে হলে একজন ব্যাটসম্যানের বুকে অসীম সাহস থাকা চাই। যথেষ্ট মানসিক শক্তির প্রয়োজন ওখানে সফল হতে গেলে। প্রতিকুল পরিস্থিতিতে দীর্ঘ ইনিংস খেলার মতো দক্ষতাও থাকা চাই।” |
দিল্লিতে এক অনুষ্ঠানে। ছবি: পিটিআই। |
২০১০-১১ সফরে সে দেশে দু’টি টেস্ট খেলে চার ইনিংসে ২৪২ রান পেয়েছেন যিনি, সেই গম্ভীর অবশ্য টেস্ট জয়ের দায়িত্ব পুরোপুরি ব্যাটসম্যানদের উপর চাপাতে রাজি নন। এই ব্যাপারে বোলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান তিনি। দিল্লিতে এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, “ব্যাটসম্যানরা বড় রান তুলে জয়ের ভিত তৈরি করতে পারে। কাজটা শেষ করতে হবে কিন্তু বোলারদেরই। কুড়িটা উইকেট নিতে হবে ওদের। কুড়ি উইকেট না নিতে পারলে টেস্ট জয় সম্ভব নয়।”
এই ভারতীয় দলের পক্ষে এ ভাবে খেলে টেস্ট জেতা সম্ভব বলে মনে করেন দক্ষিণ আফ্রিকায় ৬০.৫০-র টেস্ট গড়ের মালিক। বলেন, “কেন নয়? দক্ষিণ আফ্রিকার মাটিতে ভাল খেলার ক্ষমতা আছে ভারতীয়দের। আগেও তো আমরা যথেষ্ট ভাল খেলেছি ওখানে। এ বারই বা ভারত পারবে না কেন? তবে সে জন্য ভারতকে একটা দল হিসেবে ভাল খেলতে হবে। এক জন-দু’জনের ভাল পারফরম্যান্সে টেস্ট জেতা যায় না।”
ভারতীয় দলে ফেরা নিয়ে গম্ভীরের মন্তব্য, “যদি দলে ফিরি তো ফিরব। আপাতত আমি দিল্লির ক্যাপ্টেন এবং শুধু দিল্লির রঞ্জি জয় নিয়েই বেশি ভাবছি।” |