সুশান্তর বিরুদ্ধে চার্জ গঠন, জামিন সুকুরের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও কলকাতা |
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার আলিপুর আদালতে চার্জগঠন করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ২০১১ সালে অগস্ট মাসে পশ্চিম মেদিনীপুরের বেনাচাপড়ার কঙ্কাল-কাণ্ডে সুশান্তবাবুকে গ্রেফতার করেছিল সিআইডি। এরপর তল্লাশি চালিয়ে তাঁর মিন্টো পার্কের ফ্ল্যাট থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আয়ের সঙ্গে সঙ্গতিহীন এই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে। বৃহস্পতিবার এই মামলায় ‘প্রিভেনশন অফ কোরাপশনাল অ্যাক্টে’ চার্জগঠন করা হয়েছে। |
|
তমলুক সংশোধনাগার থেকে ছাড়া পেলেন সুকুর আলি। |
এ দিকে, এ দিনই সব ক’টি মামলায় জামিন পেয়ে যাওয়ায় তমলুক সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয় সিপিএমের গড়বেতা জোনাল সম্পাদক তথা দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য সুকুর আলিকে। মাসখানেক আগে তিনি নন্দীগ্রাম নিখোঁজ মামলায় জামিন পান। সম্প্রতি গোয়ালতোড় থানার একটি মামলায় জামিন মেলে। বুধবার চন্দ্রকোনা থানা এলাকার মামলাটিতেও জামিন পেলে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। জেলায় ঢোকায় বাধা না থাকলেও আপাতত গড়বেতার বাড়িতে ফিরছেন না সুকুর আলি। সিপিএম সূত্রে খবর, এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন গড়বেতার একদা দাপুটে নেতা। |
|