|
|
|
|
অঙ্গনওয়াড়ির হাল ফেরাতে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রতিটি কেন্দ্রের নিজস্ব বাড়ি তৈরি, শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র দেওয়া সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্তের কাছে স্মারকলিপি জমা দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা। পাশাপাশি, বেতন বৃদ্ধির দাবিও জানান তাঁরা। দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন অতিরিক্ত জেলাশাসক।
ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর হাল ফেরাতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। জেলায় ৯০০৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর কী কী সমস্যা রয়েছে, তা জানতে এক সময়ে সমীক্ষাও করা হয়। সমীক্ষায় দেখা যায়, বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই একাধিক সমস্যা রয়েছে। কোথাও রান্নাঘর নেই, কোথাও শৌচাগার নেই, কোথাও আবার পানীয় জলের ব্যবস্থা নেই। দেখা যায়, রান্নাঘর নেই এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ৬৩১৭টি, পানীয় জলের ব্যবস্থা নেই এমন কেন্দ্রের সংখ্যা ৪২৩৩টি, শৌচাগার নেই এমন কেন্দ্রের সংখ্যা ৬৩৮০টি। এখনও প্রায় ১ হাজার কেন্দ্র খোলা আকাশের নীচে চলে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৫ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব কোনও জমি নেই। প্রতিটি কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট এলাকায় জমির খোঁজও করা হচ্ছে। পাশাপাশি, জঙ্গলমহলের ১১টি ব্লকে ৩টি করে মোট ৩৩টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৬৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিচেন গার্ডেন তৈরি করা হবে। একশো দিনের প্রকল্প ও উদ্যান পালন দফতরের অর্থ সাহায্যে এটা করা হবে। বৃহস্পতিবার সবমিলিয়ে ৭ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা। নেতৃত্বে ছিলেন মালা গুড়িয়া, সোমা ওঝা, প্রতিমা সিংহ প্রমুখ। কর্মীদের বক্তব্য, বেতন বাড়ানোর জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। পখাদ্যশস্য-জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোরও দাবি জানান তাঁরা। |
|
|
|
|
|