টুকরো খবর
কমেন্ট্রি বক্সে তিন বঙ্গ অধিনায়ক
শুধু জমজমাট যুদ্ধই নয়, আগামী শনিবার থেকে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচে আরও একটা অভিনব ব্যাপার ঘটতে চলেছে। এই প্রথম বাংলার কোনও রঞ্জি ম্যাচে কমেন্ট্রি বক্সে উপস্থিত থাকতে চলেছেন এক নয়, একসঙ্গে তিন প্রাক্তন বাংলা অধিনায়ক। এঁরা—দীপ দাশগুপ্ত। দেবাঙ্গ গাঁধী। এবং রোহন গাওস্কর। বাংলা-উত্তরপ্রদেশ রঞ্জি ম্যাচ টিভিতে লাইভ দেখানো হচ্ছে। রোহন-দীপ-দেবাঙ্গরা ঘরোয়া ক্রিকেটে কমেন্ট্রি করলেও বাংলার রঞ্জি ট্রফি ম্যাচে এর আগে কখনও একসঙ্গে কমেন্ট্রি করেননি। সেটাও আবার ইডেনে। দীপ বলছিলেন, “একটা সময় বাংলার ড্রেসিংরুমে আমরা একসঙ্গে থাকতাম। এ বার কমেন্ট্রি বক্সে থাকব, সেটাও বাংলার ম্যাচে। ভাবলেই উত্তেজনা হচ্ছে।” দেবাঙ্গ আবার জানিয়ে দিচ্ছেন, কমেন্ট্রি বক্স থেকেই তিনি লক্ষ্মীরতন শুক্ল-র টিমের জন্য প্রার্থনা করবেন। “মনের জোর দিয়ে ম্যাচটা বার করতে হবে। টেকনিক নয়, ওটাই আসল,” বলে দিচ্ছেন দেবাঙ্গ। আর মুম্বই থেকে ফোনে রোহন গাওস্কর বললেন, “দীপ-দেবাঙ্গের সঙ্গে ইকুয়েশনটা এত ভাল যে কমেন্ট্রিটাও উপভোগ করি। আমরা বাংলার ম্যাচে একসঙ্গে থাকব। আশা করি, বাংলা জিতবে।”

টালিগঞ্জের লক্ষ্য আই লিগ টু
ময়দানের এক সময়ের জায়ান্ট কিলার টালিগঞ্জ অগ্রগামী ফের স্বমহিমায়। গতবার প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া ক্লাব এ বার ফের উঠে এসেছে সবাইকে চমকে দিয়ে। রঘু নন্দীর কোচিং-এ প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে টালিগঞ্জ, একটিও ম্যাচ না হেরে। ১৬ জয়-সহ ২১ ম্যাচে সংগ্রহ ৫১ পয়েন্ট। টালিগঞ্জ কিপার রাজু গঙ্গোপাধ্যায় খেয়েছেন মাত্র পাঁচ গোল। রঘু বললেন, “রাজুর জন্যই অপরাজিত আমরা।” প্রিমিয়ারে ওঠার পর টালিগঞ্জ বড় বাজেটের দল গড়ার জন্য ঝাঁপাচ্ছে। ক্লাবের প্রেসিডেন্ট রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস বললেন, “আগের মতোই তিন প্রধানকে হারানোর লক্ষ্যে টিম করছি। আসল লক্ষ্য আই লিগ টু খেলা। প্রিমিয়ারে প্রথম পাঁচে থাকতে চাই। স্পনসরদের সঙ্গে কথাবার্তা চলছে।”

শিল্ডে হয়তো ইউরোপের ক্লাব
আই এফ এ শিল্ডে ইউরোপের কোনও ক্লাবকে আনার চেষ্টা করছে আইএফএ। তিনটি ক্লাবের সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে সচিব উৎপল গঙ্গাপাধ্যায়ের। কলকাতার আই লিগ খেলা চার দল ছাড়াও ডেম্পো, পুণে এফসি, বেঙ্গালুরু এফসি-কে শিল্ড খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। আইএফএ সচিব জানালেন, “কোনও দলই এখনও চূড়ান্ত কিছু জানায়নি। তবে এ সপ্তাহের মধ্যে ছবিটা পরিষ্কার হবে।” শিল্ড হওয়ার কথা ২৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি। এ দিকে শৃঙ্খলারক্ষা কমিটির সভায় দুই ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য ও অলোকেশ কুণ্ডুর শাস্তি ঠিক হয়ে গেলেও তা ঘোষণা হবে আজ শুক্রবার। দু’জনই দোষী সাব্যস্ত হয়েছেন। উল্লেখ্য, এই দুই কর্তা গত মরসুমে কলকাতা লিগের ম্যাচে সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

ফের হার সাইনার
খারাপ মরসুমের রেশ বিশ্ব সুপারসিরিজ ফাইনালেও পিছু ছাড়ছে না সাইনা নেহওয়ালের। বুধবার প্রথম রাউন্ডে হারের পর এ দিন আবার হারলেন হায়দরাবাদি তারকা। এ বার গত বারের চ্যাম্পিয়ন চিনের লি জুয়েরুইয়ের বিরুদ্ধে ৯-২১, ১৪-২১। আগে চিনা চ্যাম্পিয়নের কাছে পাঁচ বার হারলেও ২০১২ ইন্দোনেশিয়ান ওপেন আর ২০১০ সিঙ্গাপুর ওপেনে তাঁর বিরুদ্ধে জিতেছিলেন তিনি। কুয়ালা লামপুরে অবশ্য সেই ফর্মের ধারে কাছে যেতে পারেননি চলতি মরসুমে খেতাবহীন সাইনা। হারলেন ২৭ মিনিটে।

ফোর্স ইন্ডিয়ায় নতুন মুখ
ফর্মুলা ওয়ানের নতুন মরসুমে নতুন দল নামাচ্ছে সহারা ফোর্স ইন্ডিয়া। ২০১৩-র দুই চালক, পল ডি রেস্টা ও আদ্রিয়ান সুটিলের জায়গায় নতুন মরসুমে চালাবেন নিকো হুলকেনবার্গ এবং সের্জিও পেরেজ। দু’জনের সঙ্গেই একাধিক মরসুমের চুক্তি হয়েছে। জার্মান হুলকেনবার্গের স্যবার ছেড়ে ভারতীয় টিমে ফেরার ঘোষণা আগেই হয়েছিল। এ দিন লন্ডনে আনুষ্ঠানিক ভাবে জানান হল উইলিয়ামস ছেড়ে আসা মেক্সিকান চালক পেরেজের নাম।

আনন্দ এগিয়ে
বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের হতাশা কাটিয়ে লন্ডন ক্লাসিকে চেনা ছন্দে বিশ্বনাথন আনন্দ। প্রথম রাউন্ডে ইংল্যান্ডের লুক ম্যাকশেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর এক স্থানীয় প্লেয়ার মাইকেল অ্যাডামসের সঙ্গে ড্র করেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। বুধবারই ৪৪তম জন্মদিন সেলিব্রেট করা ভারতীয় তারকা এখন দু’রাউন্ডে চার পয়েন্ট নিয়ে অ্যাডামসের সঙ্গে গ্রুপে যুগ্মশীর্ষে।

পুরনো খবর:
চিয়ারলিডার নেই
স্পট ফিক্সিং কেলেঙ্কারির জেরে আইপিএল সেভেনে চিয়ারলিডার থাকছে না। বুধবার সন্ধ্যায় নাসিকে একটি অনুষ্ঠানে এসে বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রবি সবন্ত এই কথা বলেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর আইপিএল দুর্নীতিমুক্ত রাখতে বোর্ডের কমিটি ১০টি পরিবর্তনের সুপারিশ করেছিল। সবকটি সুপারিশই প্রয়োগ করা হবে আইপিএল সেভেনে।

শিল্ডে হয়তো ইউরোপের ক্লাব
আইএফএ শিল্ড খেলতে আসতে পারে ইউরোপের ক্লাব। তিনটি ক্লাবের সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে বলে জানালেন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। কলকাতার আই লিগ খেলা চারটি দল ছাড়াও ডেম্পো, পুণে এফসি, বেঙ্গালুরু এফসি-কে আমন্ত্রণ জানানো হয়েছে। শিল্ড হওয়ার কথা ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।

অন্য খেলায়
১৫ দিনের ৪-৬ বয়সিদের টিটি কোচিং ক্যাম্প ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে চারটে থেকে ভবানীপুর ব্যায়াম সংঘে শুরু। অন্যতম উদ্যোক্তা দক্ষিণ কলকাতা জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.