|
|
|
|
কলেজে শ্লীলতাহানির চেষ্টা, নালিশ ছাত্রীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কলেজের এক ছাত্রীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজেরই কয়েকজন ছাত্র তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছে, কু- প্রস্তাব দিয়েছে বলে ওই ছাত্রী অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত ছাত্রদের ডেকে সতর্ক করে দিয়য়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ। বৃহস্পতিবার তিনি বলেন, “এক ছাত্রী অভিযোগ করেছিল। অভিযোগ খতিয়ে দেখে যা যা পদক্ষেপ করার করা হয়েছে।”
কলেজ সূত্রে খবর, ঘটনাটি গত সোমবারের। সে দিনই লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী। বুধবার অভিযুক্ত ছাত্রদের নিজের অফিসে ডেকে পাঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আসেন অভিযোগকারী ছাত্রীর পরিবারের সদস্যরাও। সুধীন্দ্রনাথবাবু অভিযুক্ত সব ছাত্রকে সতর্ক করে দেন। অভিযুক্ত ছাত্ররা লিখিত ভাবে জানায়, তারা আর কখনও কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওই ছাত্রী ও তাঁর পরিজনের কাছেও ক্ষমা চেয়ে নেয় অভিযুক্তরা। কলেজ সূত্রে খবর, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ৬ জনের নামে অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে তিনি লিখেছিলেন, ওই ছাত্ররা একাধিক বারবার তাঁকে কু-প্রস্তাব দেয়, শ্লীলতাহানির চেষ্টা করে। বাড়িতে জানালে খুনেরও হুমকি দেয়। অভিযুক্ত ছাত্ররাও দ্বিতীয় বর্ষে বলে মেদিনীপুর কলেজ সূত্রের খবর।
এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ রয়েছে টিএমসিপির দখলে। ছাত্র পরিষদের অভিযোগ, ঘটনার সঙ্গে টিএমসিপি কর্মীরা জড়িত। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “আমি শুনেছি, অভিযুক্তদের সকলেই টিএমসিপির কর্মী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।” এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডার কথায়, “কলেজ ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা ভাবাই যায় না। এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে।” অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে টিএমসিপি। টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “এক ছাত্রী অভিযোগ করেছিলেন বলে শুনেছি। ওটা মিটে গিয়েছে। কলেজে খোঁজ নিয়ে দেখুন। ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নন। এ নিয়ে অপপ্রচার চলছে।” |
|
|
|
|
|