|
|
|
|
ইচ্ছের বিরুদ্ধে বদলি, বিক্ষোভ ঠিকা শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
অন্যত্র বদলি না করার দাবি তুলে বিক্ষোভ দেখালেন এক বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার ঠিকা শ্রমিকেরা। বৃহস্পতিবার খড়্গপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের রামপুরার ওই বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থায় শ্রমিকরা প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ইচ্ছের বিরুদ্ধে ২০ জন শ্রমিককে ওই প্রকল্প এলাকা থেকে সরিয়ে ওড়িশার আঙ্গুলে অন্য একটি সংস্থায় বদলি করা হচ্ছে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়ায় পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
কারখানা সূত্রে খবর, রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী এই সংস্থাটি বর্তমানে মেটকোকের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উপাদন করে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ১২০ মেগাওয়াট করা, ফেরো অ্যালয়-সহ বেশ কয়েকটি প্রকল্প হওয়ার কথা রয়েছে। তবে এখনও সম্প্রসারিত প্রকল্প চালু না হওয়ায় আগে থেকে নিযুক্ত ৪০০ শ্রমিকের প্রায় ১৫০ জন অতিরিক্ত বলে মনে করছে সংস্থাটি। এ জন্যই ঠিকাদার সংস্থার শ্রমিকদের অন্যত্র বদলির কথা বলা হয়। এ দিন বদলির চিঠি পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক শ্রমিকের কথায়, “আমরা ওই প্রকল্পের জন্য জমি দিয়েছিলাম। বাড়ির সামনে ওই প্রকল্প এলাকায় কাজ করার কথা থাকলেও আমাদের বদলি করা হচ্ছে, যা ঠিক নয়।” সংস্থার জেনারেল ম্যানেজার রামদয়াল তিওয়ারি বলেন, “নতুন ইউনিট না খোলায় ১৫০ জন শ্রমিক অতিরিক্ত হয়ে পড়েছে। তাই তাঁদের মধ্যে ২০ জনকে বদলি করা হচ্ছে। ওঁরা বদলির সিদ্ধান্ত না মানায় বিষয়টি ডেপুটি লেবার কমিশনে জানাব।” |
|
|
|
|
|