শত্রু রুখতে নয়া প্রযুক্তি বায়ুসেনার

১২ ডিসেম্বর
হির্শত্রুর আক্রমণ রুখতে নিজেকে আরও উন্নত করে তুলছে ভারতীয় বায়ুসেনা। মিগ ২১ যুদ্ধবিমানের বিদায়-লগ্নে এমনই কথা জানালেন বায়ুসনা প্রধান, এয়ার চিফ মার্শাল নরম্যান অনিলকুমার ব্রাউনি।
বিদায়ী সফরে বিমান বাহিনীর ‘ইস্টার্ন এয়ার কম্যান্ডের’ সদর দফতর শিলং সফরে গিয়েছেন ব্রাউনি। আজ বায়ুসেনার ‘অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাউনি বলেন, “পড়শি দেশগুলির প্রতিটি পদক্ষেপের উপরই আমরা নজর রাখছি। তবে, কোনও দেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে নয়। ভারতীয় বায়ুসেনা আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধবিমান সম্ভার বাড়িয়ে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে থাকতে চায়।” তিনি আরও বলেন, “১৯৬২ সাল নয়, ভারত এখন অনেক বেশি শক্তিশালী।” ব্রাউনি জানান, উত্তর-পূর্বে আকাশসীমার সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরদারির জন্য ওই অঞ্চলের বিভিন্ন পাহাড়ে ভারতীয় প্রযুক্তিতে তৈরি রেডার বসানো হবে। পরের বছরই তেজপুরে সুখোই ৩০ এমকেআইয়ের আরও একটি স্কোয়াড্রন মোতায়েন করা হবে।
মিগ-২১ বিমানের বদলে ভারতীয় বিমানবাহিনী কয়েকদিনের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস মার্ক-১’ হাতে পাবে বলেও জানান ব্রাউনি। ২০ ডিসেম্বর বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে তেজস বিমান আসবে বিমানবাহিনীতে। পরের বছরের মধ্যে এমনই ৪০টি বিমান বায়ুসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে। ব্রাউনি জানান, ইতিমধ্যেই উন্নততর রেডার, শক্তিশালী ইঞ্জিনের ‘তেজস মার্ক-২’ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
‘মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট’ ক্রয়ের বিষয়ে, ভারতের সঙ্গে ফ্রান্সের দাসোঁ রাফালে সংস্থার চুক্তি শীঘ্রই কার্যকর হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। ওই চুক্তির পর দফায় দফায় ১২৬টি আধুনিক ফরাসি যুদ্ধবিমান কিনবে ভারত। তার জন্য ৮২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে প্রতিরক্ষামন্ত্রক। ব্রাউনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নতুন যুগ্ম-প্রতিরক্ষাসচিব দায়িত্ব নিয়েছেন। পরের বছরই এ বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে। চুক্তি স্বাক্ষরের পর, প্রথম বিমান হাতে পেতে প্রায় ৩ বছর সময় লাগতে পারে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.