|
|
|
|
রানওয়েতে অন্য বিমান, ঘুরে গেল রাহুলের জেট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছোট বিজনেস জেট নামার সময়ে দেখা গেল রানওয়ে আটকে রয়েছে আরও একটি বিমান। ‘গজরাজ’ নামে রানওয়েতে থাকা সেই বিমান কার্যত গজগতিতেই ধীরে ধীরে চলেছে রানওয়ে দিয়ে। দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) অফিসার বিপদ বুঝে ঘুরিয়ে দিলেন বিজনেস জেটের মুখ।
ঘটনাটি ঘটেছে গত মাসের ২৬ তারিখ। কিন্তু, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর হইচই। কারণ, ওই বিজনেস জেট দিল্লিতে নামার মুখে পাইলট এটিসি-কে জানিয়েছিলেন, “ভিআইপি অন বোর্ড।” আর সেই ভিআইপি-র নাম রাহুল গাঁধী। রায়বরেলী থেকে দিল্লি ফিরছিলেন তিনি।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। বৃহস্পতিবার ডিজিসিএ কর্তা অরুণ মিশ্র জানিয়েছেন, রাহুল গাঁধীর বিমানের ঠিক আগেই নেমে এসেছিল ভারতীয় বায়ুসেনার একটি বড়সড় বিমান। যত তাড়াতাড়ি সেটি রানওয়ে খালি করে চলে যাবে বলে ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি সময় লাগে। ততক্ষণে নামার জন্য কাছাকাছি চলে আসে ভিআইপি বিমান। তাই, এটিসি তাকে নামতে বারণ করে। সে মুখ ঘুরিয়ে আবার উড়ে যায়। পরে নির্বিঘ্নে নেমে আসে।
দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, সে দিন প্রধান রানওয়েতে বায়ুসেনার বিমানটি নেমে আসার পরে সে গতি কমিয়ে রানওয়ে থেকে বেরিয়ে যাচ্ছিল। রোমিও ট্যাক্সি-ওয়ে দিয়ে বায়ুসেনা বিমানটির রানওয়ে থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। এটিসি অফিসারেরা জানেন যে বায়ুসেনার এই বড় বিমানের গতি সাধারণত কমই হয়। তাই, সাধারণত দু’টি বিমানের মাঝে ছয় কিলোমিটারের ব্যবধান রাখা হলেও বিমানবাহিনীর এই বড় বিমানের সঙ্গে রাহুলের বিমানের ব্যবধান রাখা হয়েছিল আট কিলোমিটার। তারপরেও দেখা যায়, রাহুলের বিমান নেমে আসার প্রাক-মূহূর্তেও রানওয়ে দিয়ে শ্লথ গতিতে চলেছে ‘গজরাজ’। অরুণবাবু জানিয়েছেন, এ ভাবে বিমানের মুখ ঘুরিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এতে নিরাপত্তাও বিঘ্নিত হয় না। তবু কোনও তরফে গাফিলতি তো হয়েইছে। তাই তদন্ত করা হবে। |
|
|
|
|
|