পাঁচিল ভেঙে পড়ে আহত হলেন এক মহিলা ও এক শিশু। বৃহস্পতিবার দুপুরে, বেনিয়াপুকুর এলাকায় গোরাচাঁদ রোডে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিতে। আহত সুধা গুজরাটি (২২) ও ওয়াসিয়া রাহিস (৫) ন্যাশনাল মেডিক্যালে ভর্তি। পুলিশ জানায়, ওই জমিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি দশতলা বাড়ি নির্মাণের কাজ চলছিল। এর জন্য যে পে-লোডারটি ব্যবহার করা হয়, তা অনেক সময় পাশেই রাখা হত। সেই পে-লোডারের ধাক্কাতেই ভেঙে পড়ে রাস্তা লাগোয়া পাঁচিলটি। তখন ওই দু’জন ছিলেন গলির মুখে। ইট ভেঙে পড়ে তাঁদের পায়ে। ঘটনাস্থলে যান পুলিশ ও এই প্রকল্পটির দায়িত্বে থাকা পূর্ত দফতরের আধিকারিকেরা। |
চালক আশিস সাঁতরা বলেন, “পে-লোডারটি দাঁড় করানো ছিল। হঠাৎ হেল্পার বলে মেশিনে তেল লাগবে। হঠাৎ সে সেটি চালিয়ে দেয়। ঘটনার পরে হেল্পার পালায়।” স্থানীয়দের অভিযোগ, গলি-জমির মাঝে বহু দিন ধরেই রয়েছে পুরনো পাঁচিলটি। সেটি ভেঙে বিপদের আশঙ্কা আছে, তা নির্মাণকারী সংস্থাকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। পূর্ত দফতরের এক আধিকারিক জানান, জমির চার দিকে দু’একটি পাঁচিল অনেক পুরনো ঠিকই, মূল প্রকল্পের সঙ্গে সেগুলিও পর্যায়ক্রমে পাল্টানো হবে। পাঁচিলটি ভেঙে পড়ার মতো হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হত। পে-লোডার ও গাড়ি রোজই ঢোকে। এটি নিছক দুর্ঘটনা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, “প্রকল্পটি পূর্ত দফতর নির্মাণ করায় দেখাশোনার কথা তাদের। খোঁজ না নিয়ে মন্তব্য করব না।” |