মহাকরণ, হাইকোর্টের পরে এ বার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনেও মিলবে আইআরসিটিসি-র খাবার। আজ, শুক্রবার সেখানে ওই নতুন ক্যান্টিনের উদ্বোধন হবে। গত বছর প্রেসিডেন্সিতে শাখা খুলেছিল বারিস্তা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অত দামি খাবার বিক্রির প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। বন্ধ হয়ে যায় বারিস্তা। আইআরসিটিসি-র ক্যান্টিনে দোসা, বড়া, ফিশ ফ্রাই, স্যান্ডউইচ ইত্যাদি খাবার পাওয়া যাবে বলে জানান উপাচার্য মালবিকা সরকার। বৃহস্পতিবার তিনি বলেন, “দিল্লি বিশ্ববিদ্যালয়, মহাকরণ, হাইকোর্ট-সহ বিভিন্ন জায়গায় আইআরসিটিসি-র ক্যান্টিন আছে। ওদের পরিচ্ছন্নতা, খাবারের মান যথেষ্ট উঁচু। সেই তুলনায় দাম কম। তা ছাড়া সরকারি সংস্থা সব সময়েই নির্ভরযোগ্য। তাই আইআরসিটিসি-কে এই ক্যান্টিনের বরাত দেওয়া হয়েছে।”
|
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, জোড়াসাঁকো থানা এলাকার তারাচাঁদ দত্ত স্ট্রিটে। মৃতার নাম অনিতা অগ্রবাল (৩৭)। একটি বহুতলের পাঁচ তলার ফ্ল্যাটের বাসিন্দা অনিতাদেবীকে এ দিন ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর দেওয়া হয় জোড়াসাঁকো থানায়। ঘর থেকে সুইসাইড নোট পেয়েছে পুলিশ। অন্য দিকে, এ দিনই ল্যান্সডাউন মার্কেটের কাছে একটি বাড়ি থেকে এক প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতের নাম অশোক দে (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি পরিত্যক্ত বাড়িতে একাই থাকতেন অশোকবাবু। এ দিন ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোয় স্থানীয়েরাই পুলিশে জানান। পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দু’টি ক্ষেত্রেই জানা গিয়েছে, অবসাদে ভুগছিলেন তাঁরা। মৃত্যুর কারণ জানতে দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
স্কুলবাসে মোটরবাইক ধাক্কা মারায় জখম হলেন দুই যুবক। বৃহস্পতিবার, তিলজলা থানার চৌবাগা-আনন্দপুর রোডে। আহতদের নাম সনৎ মণ্ডল (১৯) এবং শুভেন্দু মণ্ডল (১৮)। তবে স্কুলবাসের কোনও পড়ুয়া আহত হয়নি। পুলিশ জানায়, চৌবাগা রোডের একটি বেসরকারি স্কুলের প্রাতঃবিভাগের কয়েক জন পড়ুয়া স্কুলবাসে ফিরছিল। চালক গতি কমালে মোটরবাইকটি বাসের পিছনে ধাক্কা মারে। ছিটকে পড়েন সনৎ ও শুভেন্দু। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে শুভেন্দুকে ছেড়ে দেওয়া হয়। সনৎ হাসপাতালে ভর্তি। |