শিল্পশহর হলদিয়ার ‘ইন্টারন্যাশনাল কার্গো হাব’ গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ নগরোন্নয়ন দফতরের তরফে হলদিয়া উন্নয়ন পর্যদের সঙ্গে আজ, শুক্রবার ৯০ বছরের লিজ চুক্তি করতে চলেছে মুম্বইয়ের বাণিজ্য সংস্থা ‘ইন্ডাস্ট্রিয়াল লিজিং অ্যান্ড ফিনানসিয়াল সার্ভিসেস’-এর অধীনস্থ সংস্থা ‘হলদিয়া ফ্রি ট্রেড ওয়ার হাউসিং প্রাইভেট লিমিটেড’।
হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে চকদীপা মৌজায় ১৯৭.৮৪ একর জমিতে ওই হাব গড়ে তোলার ব্যাপারে কয়েক মাস ধরেই তৎপর ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওই হাব বাস্তবায়িত হলে হলদিয়া ও আশপাশের বিভিন্ন শিল্পসংস্থা উপকৃত হবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। হলদিয়া বন্দরে অনেক বেশি জাহাজ আসবে পণ্য নিয়ে।” ‘ইন্ডাস্ট্রিয়াল লিজিং অ্যান্ড ফিনানসিয়াল সার্ভিসেস’ সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুদীপ দত্ত বলেন, “আগামী দু’তিন বছরের মধ্যে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। এখানে পণ্য মজুত করা ছাড়াও প্যাকেজিং, কোয়ালিটি কন্ট্রোল, ব্লেন্ডিং করা সহজ হবে। ওই পরিষেবার বিনিময়ে বিভিন্ন শিল্পসংস্থা ভাড়ার টাকা দেবে।” তিনি জানান, ওই হাব গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের সহযোগী হয়েছে বাণিজ্যিক সংস্থা ‘মেটালস অ্যান্ড মিনার্যালস ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’।
পর্ষদ ও ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে ওই জমি অধিগ্রহণ করে এইচডিএ। তৎকালীন বাম সরকার ওই জমিতে এসইজেড করার পরিকল্পনা নেয়। সেই মতো ২০০৭ সালে ‘ইন্ডাস্ট্রিয়াল লিজিং অ্যান্ড ফিনানসিয়াল সার্ভিসেস’ জমি বাবদ এইডিএকে ৩৬ কোটি টাকা দেয়। কিন্তু, তখন তৃণমূল এসইজেড বিরোধী আন্দোলন সংগঠিত করে। নন্দীগ্রাম আন্দোলন পর্বে কোণঠাসা বাম সরকার তাই কোনও চুক্তি স্বাক্ষর করতে পারেনি। শুভেন্দু বলেন, “আমরা যেহেতু এসইজেডের বিরুদ্ধে, তাই ওই সংস্থাকে অন্য প্রকল্প তৈরির জন্য বলি। তাতে ওরা সম্মত হয়। কার্গো হাব গড়ার প্রস্তাব দিলে সরকারি ভাবে তা স্বীকৃত হয়।”
|