শিল্পোৎপাদন ফের তলানিতে, খুচরো মূল্যবৃদ্ধি ১১.২৪%
সংবাদ সংস্থা • নয়াদিল্লি ও মুম্বই
১২ ডিসেম্বর |
অর্থমন্ত্রী পি চিদম্বরম উন্নয়নের রথ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশ্বাস দিলেও, বৃহস্পতিবার নতুন করে অশনি সঙ্কেত দেখল অর্থনীতি। অক্টোবরে শিল্পোৎপাদন সরাসরি কমলো ১.৮%। আর নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি ছুঁল ১১.২৪%। সঙ্গে যোগ হল সেনসেক্সের পতন। এ দিন ওই সব পরিসংখ্যান প্রকাশের আগেই সেগুলি নিয়ে আশঙ্কায় সূচক ২৪৬ পড়ে। নামে ২১ হাজারের নীচে। এই ত্র্যহস্পর্শে আতঙ্কিত শিল্পমহল রিজার্ভ ব্যাঙ্ককে ১৮ ডিসেম্বরের ঋণনীতিতে সুদ কমানোর আর্জি জানিয়েছে। এ দিন ডলারে টাকাও পড়েছে ৫৮ পয়সা। মূলত কারখানা, খনন ক্ষেত্র ও ভোগ্যপণ্যের উৎপাদন কমার জেরেই তলানিতে শিল্পোৎপাদন। গত বছর অক্টোবরে শিল্পোৎপাদন বাড়ে ৮.৪%। এ দিকে, পেঁয়াজ, টম্যাটো ও অন্যান্য শাক-সব্জির চড়া দাম ভোগ্যপণ্যের মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা খুচরো মূল্যবৃদ্ধিকে টেনে তুলেছে ১১.২৪%-এ, যা গত ৯ মাসে সর্বোচ্চ।
|
নোকিয়া-মাইক্রোসফট
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
১২ ডিসেম্বর |
বকেয়া আয়কর বিতর্কে শর্তসাপেক্ষে ভারতে নোকিয়ার সম্পত্তি বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলল দিল্লি হাইকোর্ট। এর মধ্যে চেন্নাই কারখানাও আছে, যেটি মাইক্রোসফটকে হস্তান্তর করার কথা। ইতিমধ্যেই মাইক্রোসফটের সঙ্গে ৭২০ কোটি ডলারের চুক্তি করেছে নোকিয়া। আদালত রায় দিয়েছে, ফিনল্যান্ডে মূল সংস্থা নোকিয়া কর্প ও ভারতে তাদের শাখা নোকিয়া ইন্ডিয়া এ দেশে আয়কর দিতে বাধ্য থাকবে। নোকিয়াকে কমপক্ষে দিতে হবে ২২৫০ কোটি টাকা।
|
পি মধুসূদন রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের সিএমডি হচ্ছেন। তিনি দায়িত্ব নেবেন আগামী ১ জানুয়ারি। |