দুর্ঘটনায় মৃত শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কর্মরত অবস্থায় বৃহস্পতিবার রাতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিজয়কুমার মাহাতো (৪২)। কারখানা সূত্রে জানা গিয়েছে, ১৬ নম্বর শপের ক্রেনের চালক বিজয়বাবু ক্রেনটি চালিয়ে ১৯ নম্বর শপের দিকে যাচ্ছিলেন। আশঙ্কা, ওই সময় ক্রেনটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা দেহটি চিত্তরঞ্জনের কস্তুরবা গাঁধী হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ভিড় জমান ও বিক্ষোভ দেখাতে শুরু করেন হাজার খানেক শ্রমিক কর্মী। তাঁদের অভিযোগ, ঠিক মতো রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। রাত ৯টা নাগাদ হাসপাতালে আসেন সংস্থার জেনারেল ম্যানেজার রাধেশ্যাম। তিনি উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাসে বিক্ষোভ থামে। ট্রান্সফর্মার বিকল হয়ে বাঁকোলা কোলিয়ারির নানা এলাকায় পনেরো দিন ধরে বিদ্যুৎ নেই, এমন অভিযোগে বৃহস্পতিবার খনিকর্মীরা উখড়া-নবগ্রাম রাস্তা ঘণ্টাখানেক অবরোধ করেন। কোলিয়ারি কর্তৃপক্ষ দ্রুত মেরামতির আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
|
লরি ছিনতাই, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লোহার যন্ত্রাংশ বোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে দুর্গাপুরের মেনগেট থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আলম ও ইমতিয়াজ শেখ। পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগে লেনিন সরণির একটি বেসরকারি কারখানা থেকে ওই যন্ত্রাংশ নিয়ে লরিটি শিলিগুড়ি যাচ্ছিল। মাঝপথে সেটি ছিনতাই হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। আটক করা হয় মেনগেট এলাকার ওই দুই দুষ্কৃতীকে। তাদের জেরা করে ঝাড়খণ্ডের মিহিজাম থেকে ফাঁকা লরিটি উদ্ধার হয়। এরপরেই বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, খোওয়া যাওয়া সামগ্রীর খোঁজ চলছে।
|
কারখানা চালুর দাবি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন বেসরকারি কারখানা পুনরায় চালু করার দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুরে একটি মিছিল করল সিটু। খয়রাশোলের একটি বন্ধ কারখানার গেট থেকে মিছিল বেরিয়ে হাডকো মোড়, ইএসআই হাসপাতাল, মহকুমা হাসপাতাল প্রভৃতি এলাকা ঘোরে। সিটু নেতাদের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পরে দুর্গাপুরে প্রায় ৮টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ফলে যেমন পুরনো কর্মীরা কাজ হারিয়েছেন তেমনই নতুনদের কাজ পাওয়ার সুযোগও নষ্ট হচ্ছে। অবিলম্বে কারখানাগুলি খোলার এবং বেকারদের কর্ম সংস্থানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
|
কাঁকসায় শহিদ দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কাঁকসার বাসুদেবপুরে বৃহস্পতিবার শহিদ দিবস পালন করল তৃণমূল। বাসুদেবপুর গ্রামে ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে খুন হন চার তৃণমূল কর্মী। অভিযোগ, সিপিএমের দুষ্কৃতীরাই খুন করেছিলেন ওই চার জনকে। তখন থেকে প্রতি বছর ১২ ডিসেম্বর সেখানে শহিদ দিবস পালন করে থাকে তৃণমূল। দলের জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক দেবদাস বক্সি জানান, ১৯৯৮ সালের ১২ ডিসেম্বর শঙ্কর ঘোষ, ২০০০ সালের ১৯ এপ্রিল অমর গোস্বামী, ২০ এপ্রিল নবগোপাল ডোম এবং ২০০১ সালের ২৬ জানুয়ারি লক্ষ্মীনারায়ণ ঘোষ খুন হন। তাঁদের স্মরণেই এ দিন শহিদ দিবস পালন করা হয়। ছিলেন বর্ধমান জেলার সভাধিপতি দেবু টুডু, তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ।
|
পনেরো দিন ধরে বিদ্যুৎ নেই
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
পনেরো দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই, এমন অভিযোগে বৃহস্পতিবার খনি কর্মীরা উখড়া নবগ্রাম রাস্তা ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাঁদের দাবি, ট্রান্সফর্মার বিকল হয়ে পনেরো দিন ধরে বিদ্যুৎ নেই বাঁকোলা কোলিয়ারির উপর ধাওড়া, হাড়ি পাড়া, মুসলিম পাড়া ও গুলমোহর ক্লাব এলাকার খনি কর্মী আবাসনে। কোলিয়ারি কর্তৃপক্ষ দ্রুত মেরামতির আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
|
বাড়িতে ফাটল
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
জামবাদ খোলামুখ প্যাচের কয়লা কাটার বিস্ফোরণে সংলগ্ন এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে। এর প্রতিকার চেয়ে বৃহস্পতিবার চার ঘণ্টা বিক্ষোভ দেখান বাসিন্দারা। |