ঘুরছে লালবাতি |
|
কাদের গাড়িতে ফ্ল্যাশার বৈধ |
• ভারতরত্ন সম্মানে সম্মানিত ব্যক্তি |
• রাজ্যপাল |
• মুখ্যমন্ত্রী |
• উপমুখ্যমন্ত্রী |
• হাইকোর্টের বিচারপতি |
• বিধানসভার স্পিকার |
• রাজ্যের মন্ত্রী |
• রাজ্যের প্রতিমন্ত্রী |
• বিধানসভার ডেপুটি স্পিকার |
• বিধানসভার বিরোধী নেতা |
• রাজ্যের অ্যাডভোকেট জেনারেল |
• অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, পূর্বাঞ্চল |
|
|
|
বৃহস্পতিবার দুপুর ২টো ১০ নাগাদ পুরসভা থেকে বেরিয়ে গাড়ির সামনে চালকের
পাশের আসনে
বসেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। ফ্ল্যাশার চালিয়ে
গাড়ি বেরিয়ে যায় গাঁধী মোড়ের দিকে। ছবি তুলেছেন সব্যসাচী ইসলাম। |
|
|
এ নিয়ে রাজ্য সরকারের নিজস্ব তালিকা রয়েছে।
বিতর্কে যাচ্ছি না। রাজ্য সরকার বললেই খুলে দেব।
অপূর্ব মুখোপাধ্যায়
দুর্গাপুরের মেয়র |
|
|
|
আমি কোনও দিন ব্যবহার করিনি। তবে মেয়রের লালবাতি
ব্যবহারে বাধা নেই। ফ্ল্যাশার লাগানো যায় কি না, জানি না।
রথীন রায়
দুর্গাপুরের প্রাক্তন মেয়র |
|
|
|
আগে এক বার খুলে দিয়েছিলাম। এডিডিএ-র এক সিইও-র
কাছে নিশ্চয়তা পেয়ে ফের ব্যবহার করছি। এখন আবার খোঁজ নেব।
নিখিল বন্দ্যোপাধ্যায়
চেয়ারম্যান, এডিডিএ |
|
|
|
এডিডিএ-র চেয়ারম্যানের লালবাতি ব্যবহারে বাধা নেই। আমার
সময়েও ছিল। ফ্ল্যাশার লাগানো যায় কি না জানি না।
বংশগোপাল চৌধুরী
সাংসদ |
|
|
|
লালবাতি ব্যবহারকারীদের তালিকায় মাঝে মাঝে
সংযোজন-বিয়োজন হয়ে থাকে। সর্বশেষ তালিকা
না দেখে কিছু বলব না।
সৌমিত্র মোহন
জেলাশাসক |
|
* ‘ফ্ল্যাশার’ মানে গাড়ির মাথায় ঘুরন্ত লাল আলো।
** তালিকাটি জেলা পরিবহণ দফতর সূত্রে পাওয়া। |
|