অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে জিতল বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে আসানসোলকে হারিয়ে খেতাব জিতল বর্ধমান। গত বার বর্ধমানকে হারিয়ে আসানসোল এই প্রতিযোগিতা জিতেছিল। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৩৬ ওভারে চার উইকেটে ১৭৫ রান করে বর্ধমান। দলের দেবল দাস ৫৬ ও মানস মণ্ডল ৩৫ রান করেন। জবাবে ৩২ ওভারে সব উইকেট খুইয়ে ৯৮ রান করে পাততাড়ি গুটোয় আসানসোল। আসানসোলের ইমরান হোসেন ২৯ রানে ৩ উইকেট নেন। আরিয়ন কুমার ২৩ রান করেন। দুর্গাপুরের বিরুদ্ধে তিনটি উইকেট দখল করার পরে এই ম্যাচেও বর্ধমানের রবিন্দর সিংহ ১১ রানে ৩ উইকেট দখল করেন। শম্ভু সাউ ২ রানে ২ উইকেট পান।
|
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল এরিয়া ৪ চিত্তরঞ্জন। তারা চেলিডাঙা সিসিকে ৩৩ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে এরিয়া ৮ উইকেটে ১০২ রান করে। জবাবে চেলিডাঙার ইনিংস ৭২ রানে শেষ হয়ে যায়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন হল ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। বৃহস্পতিবার কালাঝড়িয়া উদয়ন সঙ্ঘ মাঠে ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয় ব্যারেট ক্লাবকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ম্যাচ পরিচালনা করেন সন্তু বাউড়ি, রূপেন্দু বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ বাউড়ি।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলে বীরভূমের অভেদানন্দ কলেজ টাইব্রেকারে ৪-৩ গোলে হগলির খলিসানি কলেজকে হারিয়েছে। এছাড়া দুর্গাপুর গর্ভনমেন্ট কলেজ ১-০ গোলে গুসকরা মহাবিদ্যালয়কে ও বাঁকুড়া পাঁচমারি কলেজ ৫-৪ গোলে বর্ধমানের হাটগোবিন্দপুর বি এন দত্ত কলেজকে হারায়।
|
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবলে বৃহস্পতিবারের খেলায় বার্নপুর পাবলিক ফ্রেন্ডস টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে কাল্লা বুলেট ক্লাবকে। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। |