বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন ‘অ্যাবেকা’-র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির হয়ে গেল রঘুনাথপুর ২ ব্লকে। রবিবার ব্লক সদর চেলিয়ামার বিসি গার্লস হাইস্কুলে ওই শিবির হয়। সংগঠনটির তরফে মদন চট্টোপাধ্যায় জানান, ক্ষুদিরামের জন্মদিবস উপলক্ষে ওই শিবির হয়েছে। শুরুতে ওই স্বাধীনতা সংগ্রামীর ছবিতে মাল্যদানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এলাকার আড়াইশো জন বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
|
স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিবেদন’ এবং শহরের ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল শ্রীরামপুরে। ১ ডিসেম্বর শিবির হয় বল্লভপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। আয়োজকেরা জানান, শিবিরে ২২৮ জনের চিকিৎসা করেন বিশেষজ্ঞেরা। দুঃস্থ রোগীদের ক্ষেত্রে নিখরচায় ছানি অপারেশন করানো এবং চশমা দেওয়ার ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি, প্রতিমাসে পাঁচ জন থ্যালাসেমিয়া-রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। |