টুকরো খবর
শপথ নিলেন শিলিগুড়ির দুই কাউন্সিলর
নতুন নির্বাচিত শিলিগুড়ি পুরসভার দুই কাউন্সিলর শপথ নিলেন। সোমবার শিলিগুড়ি পুরসভার কক্ষে ওই দুই কাউন্সিলর নান্টু পাল এবং দীপা বিশ্বাসকে শপথ গ্রহণ করান অতিরিক্ত জেলাশাসক পি টি শেরপা। সম্প্রতি পুরসভার দুই ওয়ার্ড ১১ নম্বর এবং ৩১ নম্বরে উপনির্বাচন হয়। নান্টুবাবু ১১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জেতেন। এর আগেও তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে কংগ্রেসের টিকিটে জোটের প্রার্থী হিসাবে জিতেছিলেন। দলত্যাগ করে তিনি গত বছর সেপ্টেম্বরে তৃণমূলে যোগদান করেন। তা নিয়ে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা হয়। নান্টুবাবু পরে পদত্যাগ করলে তাঁর আসনে উপনির্বাচন হয়। অন্য দিকে গত পুর নির্বাচনের কয়েক মাস পরেই ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন। দীর্ঘদিন সেই ওয়ার্ডে কোনও কাউন্সিলর ছিলেন না। এ বার উপনির্বাচনে সিপিএম প্রার্থী দীপা বিশ্বাস ওই ওয়ার্ডে জেতেন। এ দিন অনুষ্ঠানে তারা শপথ নেন। মেয়র গঙ্গোত্রী দত্ত এ দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না।

বনবাসীর স্বার্থে আন্দোলন মঞ্চের
বনবস্তিবাসীদের জমির মালিকানা ও অধিকার দেওয়ার স্বার্থে উত্তরবঙ্গের ছয় জেলাশাসক ও মহকুমাশাসকদের স্মারকলিপি দেবে উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ। সোমবার সংগঠনগুলিকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন অখিল ভারত জঙ্গল আন্দোলন মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমিত্র ঘোষ। তাঁর দাবি, “২০১২০-র বনাধিকার আইন মানছে না বনাধিকারিকরা। তাঁরা আইনের অপব্যবহার করছেন। বনবাসীকে বাড়ি মেরামত করতে বা গরু চরাতে গেলে বন বিভাগের অনুমতি নিতে হচ্ছে। সমস্যায় পড়ছেন তাঁরা।” মঞ্চের উত্তরবঙ্গের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন, “পাহাড়-সমতল মিলিয়ে ২৩০টির বেশি গ্রাম রয়েছে। এগুলির দলিল বা খতিয়ান ভূমি রাজস্বের কাছে নেই। সেগুলি চিহ্নিত করে বনবাসীদের হস্তান্তর করা উচিত।”

মানহানির মামলা
চাঁদা চাইতে গেলে আটকে রেখে গালি এবং হুমকি দেওয়ার অভিযোগে তিনবাতি এলাকার পাম্প মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিজেপি’র দার্জিলিং জেলা সভাপতি নৃপেন দাস। সোমবার তিনি ওই পাম্প মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন ১ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। অভিযোগ, গত ১৪ নভেম্বর ওই পাম্পে দলের তরফে চাঁদা চাইতে গিয়েছিলেন নৃপেনবাবু-সহ আরও কয়েকজন। তারা দলের তরফে ৩ হাজার টাকা চান। পাম্প মালিক ভবানীশঙ্কর মিত্রুকা ৩০০ টাকার বেশি দিতে চাননি। সে সময় নৃপেনবাবুরা রসিদ ফেরত নিয়ে চলে যেতে চাইলে ভবানীবাবুর লোকজন তাদের ঘরে আটকে রেখে গালি দেন। পুলিশ ডাকেন। মিথ্যা অপবাদ দেন বলে অভিযোগ। ভবানীবাবু বলেন, “জবরদস্তি টাকা চান নৃপেনবাবুরা। তা দিতে অস্বীকার করলে ব্যাগ থেকে জোর করে রসিদ নিয়ে নেন। যাওয়ার সময় তার লোকজন আমার গলার হার ছিনিয়ে নিয়েছে।”

গ্রেফতার ৪ মহিলা
বাংলাদেশের দিক থেকে এ পারে আসার সময় ৪ মহিলাকে ধরেছে বিএসএফ। সোমবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেরুবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিলাদের দাবি, বেরুবাড়ি সীমান্তে সিপাইপাড়ায় ভাইয়ের বাড়ি যেতে গিয়ে ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েন তাঁরা। ফিরে আসবার সময় ৪ জনকে ধরে ফেলে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলারা হলদিবাড়ির শান্তিনগরের বাসিন্দা আলেয়া খাতুন, ঝরি খাতুন, শেফালি খাতুন এবং রফিজা খাতুন। এ দিন দুপুরে তাদের জলপাইগুড়ি কোতয়ালি থানায় পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। খবর পেয়ে শান্তিনগর থেকে তাদের আত্মীয় স্বজনেরা এ দিন আসেন।

শিলিগুড়ির সিপি হচ্ছেন জগমোহন
কে জয়রামনের জায়গায় শিলিগুড়ির পুলিশ কমিশনার হচ্ছেন জগমোহন। শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন সিইও গোদালা কিরণকুমারকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার পরের দিনই কে জয়রামনকে শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় উত্তরবঙ্গের আইজি শশীকান্ত পূজারীকে। তার পরে দার্জিলিং রেঞ্জের ডিআইজি জাভেদ শামিমকে অস্থায়ী ভাবে ওই দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, সোমবার শিলিগুড়ির আইজি দফতরেই জগমোহনকে কমিশনারের দায়িত্ব দেওয়ার বার্তা এসেছে।

স্মারকলিপি
উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দিন পরিবর্তনের দাবি তুলল ডিএসও। সোমবার তারা এ দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। ১৭ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচনের কথা ঘোষণা করা হলেও ওই দিন প্রথম ও তৃতীয় ‘প্রফেশনাল’ পত্র সাপ্লিমেন্টারি পরীক্ষা। ডিএসও’র উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ইউনিটের সভাপতি দেবেন্দ্রপ্রসাদ মোহন্ত বলেন, “কলেজ কর্তৃপক্ষ শাসক দলের ছাত্র সংগঠনের হয়ে কাজ করছে। তাদের সুবিধা করে দিতে চাইছে। তা মানা যায় না। আমরা নির্বাচনের দিন পরিবর্তনের দাবি জানিয়েছি।”

উৎকর্ষ অভিযান
জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির সামগ্রিক মান যাচাই করতে উৎকর্ষ অভিযান শুরু হল। সোমবার থেকে ওই অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ২১ ডিসেম্বর অবধি। সে জন্য সমস্ত প্রাথমিক শিক্ষকদের ছুটি বাতিল করা হয়েছে। জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান ধর্তীমোহন রায় জানান, স্কুলের পড়াশোনা, পরিবেশ ও মিড ডে মিল সব কিছু খতিয়ে দেখতে জেলা জুড়েই এই অভিযান চলবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.