টুকরো খবর
স্বনির্ভরতায় ছাগল বিলি
ছাগল পেয়ে খুশি দক্ষিণাশোলের সুমতি সেন। ছবি: রামপ্রসাদ সাউ।
প্রশাসনিক আধিকারিকেরা বাড়ি গিয়ে দিয়ে এলেন ছাগল। শালবনিতে সোমবার ৭ জনকে ছাগল দেওয়া হয়। এঁদেরই একজন দক্ষিণশোলের সুমতি সেন। স্বামী শরৎ সেন রাজমিস্ত্রি। দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে সংসার। এ দিন দুপুরে তাঁর বাড়িতে যান প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের ব্লক আধিকারিক অনুপ মণ্ডল, কর্মাধ্যক্ষ মিনু কয়োড়ি। ১০টি ছাগল পেয়ে খুশি সুমতিদেবী। তিনি বলেন, “অত্যন্ত কষ্টে সংসার চলে। ছাগল প্রতিপালন করে কিছু আয়ের চেষ্টা করব।” ব্লকের ২৮০ জন উপভোক্তা ১০টি করে ছাগল পাবেন। ইতিমধ্যে ১৬৩ জন প্রকল্পের সুবিধে পেয়েছেন।

গরু বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিনয় হেমব্রম (৩৫)। বাড়ি মেদিনীপুর কোতয়ালি থানার অন্তর্গত খাসজঙ্গলে। সোমবার বিকেলে কুইকোটার কাছে রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ওই যুবক। গরু বোঝাই একটি লরি তাঁকে ধাক্কা মারে। লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষণ কুইকোটার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গরু বোঝাই লরিটি মেদিনীপুর থেকে কেরানিচটির দিকে যাচ্ছিল। ওই যুবক যখন রাস্তা পারাপার করছিলেন, তখনই লরিটি তাঁকে ধাক্কা মারে। স্থানীয়দের বক্তব্য, লরিটি দ্রুত গতিতে যাচ্ছিল। তারফলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে পুলিশ লরিটির পিছু ধাওয়া করে। আনন্দপুরের কাছে গিয়ে লরিটিকে আটক করে। চালককেও গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পুলিশ লরিটির পিছু ধাওয়া করায় চালক গতিবেগ আরও বাড়িয়ে দেন। ফলে, মেদিনীপুর থেকে আনন্দপুর যাওয়ার পথে লরির ধাক্কায় আরও কয়েকজন জখম হন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

প্রয়াত সত্যব্রত
চলে গেলেন মেদিনীপুর কলেজের এন সি রাণা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের ডিরেক্টর সত্যব্রত রায়। তাঁর বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সত্যব্রতবাবু। রবিবার রাতে হাওড়ার ফুলেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সত্যব্রতবাবুর দেশের বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরার বাসুদেবপুরে। এখন মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাড়িতে থাকতেন। মেদিনীপুর কলেজে শিক্ষকতা শুরু ১৯৬৪ সালে। তাঁর কর্মজীবনের পুরোটা এই কলেজেই কেটেছে। ১৯৯৫ সালে কলেজের প্রাত:কালীন বিভাগের অধ্যক্ষ হন। ওই বছরই গড়ে ওঠে এন সি রাণা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। এই কেন্দ্র গড়তে বিশেষ উদ্যোগী হয়েছিলেন সত্যব্রতবাবু। অবসরপ্রাপ্ত এই অধ্যাপকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ। আজ, মঙ্গলবার সত্যব্রতবাবুর স্মরণসভা হবে কলেজে।

নির্যাতনে ধৃত শ্বশুর-শাশুড়ি
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন শ্বশুর-শাশুড়ি।সোমবার দুপুরে পিংলার করকাই গ্রাম থেকে গ্রেফতার করা হয় শ্বশুর পাগু মুর্মু ও শাশুড়ি শ্রীমতি মুর্মুকে। এ দিন সকালে তাঁদের বিরুদ্ধ নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুত্রবধূ রিনা মুর্মু। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর আটেক আগে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর ও শাশুড়ি পণের টাকা চেয়ে চাপ দিত। বাপের বাড়ির লোকজন দাবি পূরণ করতে না পারায় মারধর করা হত রিনাকে। সম্প্রতি অত্যাচারের মাত্রা বাড়ে। তারপরই এ দিন রিনা পুলিশের অভিযোগ জানান। তবে স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই রিনার। ধৃত শ্বশুর-শাশুড়িকে আজ, মঙ্গলবার মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হবে।

যুব উৎসবের প্রস্তুতি শুরু
যুব সংস্কৃতি উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল রেলশহরে। সোমবার সাংবাদিক সম্মেলন করে মহাকুমাশাসক আর বিমলা জানান, ২১ ডিসেম্বর থেকে দু’দিন ধরে চলবে এই যুব সংস্কৃতি উৎসব ও প্রতিযোগিতা। শহরের তিনটি এলাকায় তৈরি হবে তোরণ। ট্রাফিক হাইস্কুলে প্রথম দিন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। দ্বিতীয় দিনে ৫ থেকে ৪০ বছর বয়সীরা চলতি বছরের প্রতিযোগিতায় যোগ দেবেন। প্রতিযোগিতার জন্য মহকুমা অফিসেই নাম নথিভুক্ত করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.