টুকরো খবর
গাছ কাটার অভিযোগ
প্রায় কয়েকশো গাছ কেটে নিয়েছে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ জানানো হলেও গ্রেফতার করা হচ্ছে না কাউকেই। এমনই অভিযোগ করলেন স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী বালকি গ্রামের বাসিন্দা আব্দুলাহ সামসুল আলম। গাছ কাটার অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে পাঁচ বিঘা জমিতে আম ও লম্বু গাছ লাগিয়েছিলেন আব্দুলাহ সামসুল আলম। শুক্রবার সকালে তিনি জানতে পারেন, অধিকাংশ গাছই কেটে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তার দাবি, প্রায় ৪২০টি লম্বু এবং ১২০টি আম গাছের চারা দুষ্কৃতীরা নষ্ট করে দিয়েছে। এর আগে তিন বার তার জমির গাছ নষ্ট করে দিয়েছিল দুষ্কৃতীরা। তখনও থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যাক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।

ওল চাষে পরামর্শ
হাতির হানা রুখতে ওল চাষের পরামর্শ দিচ্ছেন বন কর্মীরা। আলিপুরদুয়ার ২ ব্লকে পানবাড়ি ও আশপাশের গ্রামগুলিতে পরীক্ষামূলক ভাবে ওল চাষ করার পরামর্শ দিয়েছে বন দফতর। সম্প্রতি পানবাড়ি গ্রামে বনসুরক্ষা কমিটির সদস্য ও গ্রামবাসীদের নিয়ে কর্মশালায় পূর্ব রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার ভবেন বসুমাতা বলেন, “এতে হাতির হানায় শস্যহানির ঘটনা যেমন কমবে তেমনই চাষিরা ফসলের দামও পাবেন। বিকল্প হিসেবে ওল চাষ যে লাভজনক, সেটাই বোঝানোর চেষ্টা করছি।”

হাতির হানা
হাতি তাড়াতে গিয়ে দাঁতালের হামলায় গুরুতর জখম এক যুবক। সোমবার সন্ধ্যায় দক্ষিণ মেন্দাবাড়ি গ্রামে ঢুকে পড়া দাঁতাল হাতির আক্রমণে বাবলু বর্মন নামের ওই যুবক জখম হন। তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সাপের বিষ
মাসখানেক ধরে ক্রেতা সেজে কথাবার্তা চালিয়ে সাপের বিষ বিক্রির সময় চার জনকে ধরল সিআইডি। ধৃতদের মধ্যে শেখ সাজিমুদ্দিন নামে রাজ্য পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরও রয়েছেন। রবিবার রাতে শিলিগুড়ির প্রধাননগরের জংশন এলাকায় একটি হোটেলের সামনে এই ঘটনায় উদ্ধার হয়েছে কাঁচের বোতলে রাখা প্রায় ৫০০ মিলিলিটার বিষ। যার বাজারমূল্য প্রায় ৭০-৮০ লক্ষ টাকা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.