টুকরো খবর
দামোদর মেলায় স্মরণ মান্না দে-কে
হইচই। —নিজস্ব চিত্র।
কোনও স্টলের মাথায় লেখা, ‘যদি কাগজে লেখো নাম’, কোথাও আবার লেখা, ‘আমি শ্রী শ্রী ভজহরি মান্না’। প্রয়াত গায়ক মান্না দে-কে এই ভাবেই স্মরণ করল দামোদর মেলা কমিটি। আমতার রসপুর পঞ্চায়েতের অধীন কলকাতা গ্রামে গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দামোদর মেলা। এ বারের থিম মান্না দে। মেলায় পরিবেশিত হচ্ছে লোকসংস্কৃতির উপরে নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে ছৌ-নাচ, যাত্রা, বাউল গান প্রভৃতি। মূল মেলা প্রাঙ্গণের ভিতরে সরকারি বেসরকারি মিলিয়ে ৩০টি স্টল। বাইরে বসেছে খাবারের দোকান। দামোদর নদের চরে মনোরম পরিবেশে মেলা দেখতে ভিড় করছেন হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরের মানুষ। উৎসবের চেহারায় এলাকা। মেলার আয়োজক রসপুর অগ্রগতির পক্ষে তপন মণ্ডল বলেন, “গ্রাম বাংলায় বেশিরভাগ মেলা আয়োজিত হয় ধর্মীয় ভাবাবেগ বা কোনও বিশিষ্ট ব্যক্তির জীবনকে ভিত্তি করে। আমরা এমন একটা মেলা করতে চেয়েছি যা ওই দু’টি বিষয়ের থেকে আলাদা। মেলা হয়ে উঠবে সর্বসাধারণের মিলনক্ষেত্র ও সংস্কৃতি চর্চার কেন্দ্র। মানুষ যে ভাবে ভিড় করছেন তাতে আমাদের উদ্দেশ্য সফল।” মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

উত্তরপাড়া, কোন্নগরে বইমেলা
বইপোকা। —নিজস্ব চিত্র।
শীতের হাত ধরেই হুগলি জেলায় শুরু হয়ে গেল বইমেলার আয়োজন। রবিবার ত্রয়োদশ উত্তরপাড়া বইমেলার উদ্বোধন হল স্টেশন-লাগোয়া সিএ মাঠে (মনমোহন উদ্যান) ‘সমন্বয়’ আয়োজিত ওই বইমেলার উদ্বোধন করেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। সঙ্গে ছিলেন চিত্রশিল্পী ঈলিনা বণিক, ভাষাশিল্পী রুশতী সেন। মেলা কমিটিক সম্পাদক দিলীপ যাদব জানান, এ বারের মেলায় বইয়ের স্টল রয়েছে ৮৫টি। এ ছাড়াও থাকছে খাবারের স্টল। প্রথম দিন থেকেই স্টলে-স্টলে ভিড় জমতে শুরু করেছে। এ দিনই মেলায় ঘুরে যান সাংসদ শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী মদন মিত্র। মদনবাবু মঞ্চে দু’কলি গানও শোনান। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলার বিভিন্ন দিনে বসে আঁকো প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি, শ্রুতিনাটক, বাঁশিবাদন-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। গত ৭ ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে সপ্তম কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তা কোন্নগর পুরসভা। শহরের কালীতলা মাঠে মেলার উদ্বোধন করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মেলা কমিটির তরফে পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় জানান, বইমেলায় প্রায় ৫০টি স্টল থাকছে। বিভিন্ন দিনে আবৃত্তি, নাচ, গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রাধান্য দেওয়া হচ্ছে লোক সংস্কৃতির উপরে। বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। কবি সম্মেলনের আয়োজন হয়েছে। এ ছাড়াও থাকছে তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, অঙ্কন প্রতিযোগিতা।

৫ দুষ্কৃতী ধৃত ডানকুনিতে
হুগলির মাফিয়া রমেশের পাঁচ সাগরেদকে গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ। রবিবার রাতের ওই ঘটনা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে রমেশের স্ত্রী ও ছেলে একটি গাড়ি নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। পথে তাদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সামান্য ধাক্কা লাগে। রমেশের স্ত্রী ও ছেলে গাড়ি থেকে নেমে অন্য গাড়ির চালকের কাছে টাকা দাবি করে। কিন্তু গাড়ির চালক তাদের দাবি মতো টাকা না দিতে না চাওয়ায় তারা রমেশের ওই পাঁচ সাগরেদকে ফোন করে খবর দেয়। পাঁচ জন পাঁচটি মোটরবাইকে এসে ওই চালককে মারধর করতে শুরু করে। খবর পেয়ে ডানকুনি থানার ওসি পার্থসারথি ঘোষ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু রমেশের স্ত্রী ও ছেলে পালায়। মোটরবাইক ও গাড়িটি আটক করা হয়েছে।

দমকল কেন্দ্র সরানোয় ক্ষোভ
হুগলির জেলা সদর চুঁচুড়া থেকে দমকল কেন্দ্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে পথে নামলেন সাধারণ মানুষ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দমকল কেন্দ্রটি চুঁচুড়াতেই করার দাবিয়ে সোমবার স্থানীয় বাসিন্দারা জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখান। স্মারকলিপি দেওয়া হয় প্রশাসনের কাছে। দীর্ঘদিন ধরে চুঁচুড়ার পিপুলপাতিতে ভাড়া বাড়িতে দমকল কেন্দ্রটি চলছিল। কালের নিয়মে বাড়িটি জীর্ণ হয়ে পড়ে। চুঁচুড়া থেকে কেন্দ্রটি অন্য শহরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য দমকল।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.