আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চরমপত্রের কাছে শেষ পর্যন্ত নতিস্বীকারে বাধ্য হল ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)। রবিবার বিশেষ সাধারণ সভা ডেকে আইওসি-র নির্দেশ মতোই সংশোধন ঘটানো হল আইওএ-র সংবিধানে।
সংশোধনের ফলে দুর্নীতির মামলায় অভিযুক্ত আইওএ-র বর্তমান প্রেসিডেন্ট অভয় সিংহ চৌটালা এবং সেক্রেটারি জেনারেল ললিত ভানোতকে তাঁদের পদ ছাড়তে হবে। নতুন করে নির্বাচনে লড়ার অধিকারও হারালেন এই দু’জন। আদালতে যাঁদের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে, সেই সদস্যদের আইওএ-র নির্বাচনে লড়তে না দেওয়ার শর্ত মেনে নেওয়ায় ভারতের অলিম্পিক মঞ্চে ফেরাটা এখন সময়ে অপেক্ষা বলেই আশা করছেন ভারতের অলিম্পিক কর্তারা।
নতুন করে আইওএ-র নির্বাচন হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ভারতের নির্বাসন তার আগে উঠবে, না পরে সেটা আইওসি-র হাতে। তবে রঘুনাথন জানিয়েছেন, চৌটালা এবং ভানোত অবিলম্বে ইস্তফা না-ও দিতে পারেন। তাঁর কথায়, “আইওসি আগে সংশোধন অনুমোদন করুক। ওঁরা না হয় নির্বাচনের আগেই ইস্তফা দেবেন। তবে আইওসি যা বলবে আমরা তাই করব।”
আইওসি-র তরফে গত মাসেই বলা হয়েছিল, তাদের শর্ত না মানলে ভারতের অলিম্পিক-স্বীকৃতি কেড়ে নেওয়া হবে। মঙ্গল ও বুধবার আইওসি-র এক্সিকিউটিভ বোর্ডের সভা রয়েছে। গতকাল আইওসি প্রধান টমাস বাখ সাফ জানিয়ে দেন, সংবিধান না পাল্টালে ওই সভাতেই ভারতের স্বীকৃতি কাড়ার প্রস্তাব তোলা হবে। বাখদের এই অনড় মনোভাবের সামনে নিজেদের জেদ ছেড়ে সরে আসা ছাড়া উপায় ছিল না ভারতীয় অলিম্পিক কর্তাদের। সামনের বছরই কমনওয়েলথ এবং এশিয়ান গেমস রয়েছে। এই অবস্থায় এ দিনের সভায় চৌটালাই সংবিধান সংশোধনের প্রস্তাব তোলেন। ভানোত যা সমর্থন করার পর সভায় সেটি সর্বসম্মতিক্রমে পাস হয়। |