১ চক্ষুলজ্জাহীন।
৪ বায়ুরোগগ্রস্ত, উন্মাদ।
৬ আগুনের শিখা।
৮ অস্বস্তি, অস্থিরভাব।
৯ নচেত্, অন্যথায়।
১০ সুবিচার করতে সমর্থ।
১১ বিস্ময়কর, আশ্চর্যজনক।
১৩ ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব।
১৪ সভা, সম্মিলিত হওয়া।
১৫ মনের বা অন্তরের ইচ্ছা।
১৭ নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ।
১৯ ষাঁড়, বৃষ।
২১ কাচ।
২২ অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক।
২৪ হাঁটু গেড়ে বসেছে এমন।
২৫ শৈব সন্ন্যাসী।
২৭ দুধ ইত্যাদি জ্বাল দেওয়ার
সময় উথলে ওঠা।
২৮ মাথা নিচু করে আছে।
৩০ অঝোরে বৃষ্টিপাত।
৩২ সূর্য, নক্ষত্রবিশেষ।
৩৪ পরিবর্তনশীল ভাগ্য।
৩৬ শ্রবণ, শোনা।
৩৭ রুদ্রবীণা।
৩৮ গীতবাদ্য চিত্রাঙ্কন
কাব্য-নাটকাদি চারুকলা। |
|
১ মাদকদ্রব্যবিশেষ।
২ সংগীতে খাদের সপ্তক, উদারা।
৩ শব্দ করা।
৪ উচ্ছ্বসিত প্রশংসা।
৫ কবিরাজি তেল জ্বরঘ্ন ওষুধ।
৬ পূর্ণচন্দ্র, পিরবিশেষ।
৭ কাচনির্মিত বাড়ি।
১১ যানবাহনের আরোহী বা যাত্রী।
১২ ‘পহেলে—পিছে গুণবিচারি’।
১৩ ধনদেবতা কুবেরের পুরী।
১৪ ‘স্নাতক’ ছাত্রগণকে
উপাধি বিতরণের সভা।
১৬ কালিও হার মানে
এমন ঘোর কালো।
১৮ যেখানে গোর দেওয়া হয়, সমাধিক্ষেত্র।
২০ আন্তর্জাতিক।
২৩ জীর্ণ বস্ত্রখণ্ড, আলতা।
২৬ ধার্মিকতার ভানধারী, ভণ্ড।
২৭ ভাগ্যের আনুকূল্য।
২৯ বেদব্যাস-রচিত কুরুপাণ্ডবের
কাহিনি সংবলিত মহাকাব্য।
৩১ অন্বেষণ, খোঁজ।
৩২ সমুদ্র, সাগর।
৩৩ ‘কারুর যদি দাঁতটি নড়ে,
চারটি টাকাধরে’।
৩৫ লক্ষ্মী, বিদ্যুত্। |