টুকরো খবর
আবার গড়াপেটার অভিযোগ ইংল্যান্ডের ফুটবলে
গড়াপেটার অভিযোগে পাঁচ ব্যক্তির গ্রেফতারের ঘটনার ধাক্কা সামলাতে না সামলাতেই ফের একই অভিযোগ উঠল ইংল্যান্ডে। দেশজ মিডিয়ায় ম্যাচ গড়াপেটার দ্বিতীয় অভিযোগে নতুন করে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। ট্যাবলয়েড ‘দ্য সান’-এ প্রথম এই ঘটনা ফাঁস হয়। পত্রিকাটির দাবি আত্মপরিচয় গোপন করা সাংবাদিকের কাছে এক প্লেয়ার গড়াপেটা করার কথা স্বীকার করেছেন। শুধু গড়াপেটা করাই নয়, অন্য প্লেয়ারদেরও তাতে সামিল করতে পারার দাবিও করেছিলেন ওই ফুটবলার। কী রকম গড়াপেটা? ব্রিটিশ ট্যাবলয়েডটির দাবি, চ্যাম্পিয়নশিপের ম্যাচে কোনও প্লেয়ারকে তিরিশ হাজার পাউন্ডের বিনিময়ে হলুদ কার্ড খাওয়ার ব্যবস্থা করা, প্রিমিয়ার লিগ ম্যাচে গড়াপেটা ছাড়াও আগামী বছর ব্রাজিল বিশ্বকাপেও নাকি ম্যাচ গড়াপেটার জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে বলে জানিয়েছিলেন এই ব্যক্তি। চলতি সপ্তাহেই বেআইনি গড়াপেটা চক্র চালানোর দায়ে দুই প্লেয়ার আর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে ব্রিটিশ পুলিশ। তার পর আবার অভিযোগ ওঠায় তোলপাড় পড়ে যায়। তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। পরে এই ঘটনার যাবতীয় তথ্য ট্যাবলয়েডটি তাদের হাতে তুলে দিয়েছে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সিও। এনসিএ বিবৃতিতে জানিয়েছে, “দ্য সান তাদের তদন্তে যা উঠে এসেছে সেটা আমাদের রবিবারই পাঠিয়ে দিয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি। ফুটবল অ্যাসোসিয়েশন আর গ্যাম্বলিং কমিশনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।” এফএ-ও ঘটনার কথা স্বীকার করেছে, “ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তের ব্যাপারে আমরা জানি। এই বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না।”

পুরনো খবর:


ওয়ার্ল্ড চ্যালেঞ্জে এগিয়ে উডস
পঁয়ত্রিশ লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের ওয়ার্ল্ড চ্যালেঞ্জ গল্ফ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের শেষে এক নম্বরে আছেন টাইগার উডস। গতকাল এখানে ১০-আন্ডার ৬২ স্কোর করে নিজের কোর্স রেকর্ড স্পর্শ করেছিলেন। এ দিন কিন্তু এলোমেলো হাওয়া আর বৃষ্টির মধ্যে ১৪টি মেজর খেতাবজয়ী কিংবদন্তি পার-৭২ স্কোরের কম করতে পারলেন না। তবু দিনের শেষে উডস এগিয়ে দু’শটে। দ্বিতীয় স্থানে ২০০৭-এর মাস্টার্স চ্যাম্পিয়ন জাক জনসন। বুব্বা ওয়াটসন, ররি ম্যাকিলরয়ের মতো মহাতারকা-সহ প্রথম সারির অভিজাত ১৮ জন গল্ফার খেলছেন এই টুর্নামেন্ট। যা নিজের চ্যারিটির জন্য টাকা তুলতে প্রতি বছর শেরউড কান্ট্রি ক্লাবের কোর্সে আয়োজন করেন উডস নিজেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.