টুকরো খবর |
মহমেডান ফের হারল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে-জোসিমাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কর্তারা হস্তক্ষেপ না করলে সব ম্যাচ তাঁরা জেতার চেষ্টা করবেন। কর্তা-ফুটবলার-কোচের সেই মহা বৈঠকের পরে দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল মহমেডান। অনেক কম শক্তিশালী আর্মি একাদশের কাছেই হেরে গেল আজিজের ছেলেরা। অর্জুন টুডুর জোড়া গোলের সৌজন্যে মহমেডানকে ৩-২ হারাল সেনারা। বারাসত স্টেডিয়ামে অর্জুন ছাড়াও সেনাদের হয়ে গোল করেন বিপিন। মহমেডানের হয়ে ব্যবধান কমান পেন এবং নির্মল ছেত্রী। দর্শকদের ছোড়া ইটে আবার আঘাত পান আর্মি একাদশের পরিবর্ত ডিফেন্ডার সুরেশ মিতাই। হতাশ মহমেডান কোচ আব্দুল আজিজ ম্যাচের পর বলছিলেন, “আমরা আজ খারাপ খেলিনি। প্রচুর সুযোগ পেয়েছি। কিন্তু এ রকম এক একটা দিন যায় যখন ভাগ্য সহায় থাকে না।” পাশাপাশি মহমেডানকে হারিয়ে আর্মি কোচ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার ফুটবলারদের এই সাফল্যে আমি খুব খুশি। পরের ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাস বাড়ল।”
পুরনো খবর: কোচের কাছে ক্ষমা চেয়ে বাঁচলেন টোলগে
|
স্বপ্না, চন্দনের জোড়া জাতীয় রেকর্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেঙ্গালুরুতে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে জোড়া সোনা জিতলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন এবং তারকেশ্বরের ছেলে চন্দন বাউড়ি। শুধু তাই নয়, দু’জনেই জাতীয় রেকর্ড গড়লেন। অনূর্ধ্ব ১৮ বিভাগের হেপ্টাথলনে ৪৯৯৩ পয়েন্ট পেলেন স্বপ্না। আগের দিন হাইজাম্পেও সোনা পেয়েছিলেন এই মেয়েটি। চন্দন আগের দিন ৪০০ মিটারে সোনা জিতেছিলেন, শনিবার শেষ দিন জিতলেন ২০০ মিটারে। এ দিন বাংলার আরও দুই মেয়ে অ্যাথলিট রুমা সরকার এবং তৃষা ধর ব্রোঞ্জ পেলেন। সেরা অ্যাথলিট নির্বাচিত হলেন কাঁকিনাড়ার মেয়ে তিয়াসা সমাদ্দার। গত বারের চেয়ে এই টুর্নামেন্টে সফল বাংলা। বাংলা এ বার জিতেছে মোট ৯-টি সোনা, ছ’টি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ।
|
দুই প্রধানের জয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এএনঘোষ ট্রফিতে জয় দিয়ে শুরু করল মোহনবাগান, ইস্টবেঙ্গল। মোহনবাগান ৩ উইকেটে হারাল রাজস্থানকে। ইস্টবেঙ্গল পুলিস এসি-কে দু’রানে। আগের দিন রাজস্থানের ২৮৪-র জবাবে শনিবার মোহনবাগান লক্ষ্যে পৌঁছয় সাত উইকেট হারিয়ে। সঞ্জীব গোয়েল ৮৩-তে অপরাজিত। জয়জিৎ বসু ৫৫ বলে ৬৭। দেবব্রত দাস করেন ৫১। ইস্টবেঙ্গলের ২৯৭-এর জবাবে ২৬ পেনাল্টি রান পেয়েও ২৯৫-এর বেশি তুলতে পারেনি। পুলিসের প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় ১২৬ করেন। অন্য দুই ম্যাচে ভবানীপুর ও টাউন জেতে।
|
ফের হারল ম্যাঞ্চেস্টার |
৪১ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচ জিতল নিউকাসল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে কাবায়ের গোলে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারল ০-১। এই হারের পর ডেভিড মোয়েসের টিম লিগ তালিকায় নেমে গেল নবম স্থানে। এভার্টনের কাছে যে দল নিয়ে ক’দিন আগেই হেরেছিলেন তাতে ৭টা পরিবর্তন করেছিলেন মোয়েস। সাসপেন্ড থাকায় রুনি ছিলেন না। তবে চোট সারিয়ে এই ম্যাচে মাঠে ফিরেও দলের হার আটকাতে পারলেন না ফান পার্সি। গোটা ম্যাচেই নিউকাসলের দাপট থাকায় সে সুযোগও খুব একটা পাননি ডাচ স্ট্রাইকার। বরং আক্রমণের ঢেউ সামলাতে বিধ্বস্ত হয়ে পড়ে মোয়েসের টিমের ডিফেন্সই। ভাগ্যও সঙ্গ দেয়নি ম্যান ইউয়ের। না হলে ভার্ননের হ্যান্ডবল থেকে পেনাল্টির সুযোগ ফস্কে যায়!
|
সচিন ভাগ্যবান, বলছেন ইমরান |
সচিন তেন্ডুলকর ভাগ্যবান যে ’৭০ আর ’৮০-র দশকের দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমণের মুখে পড়তে হয়নি। এমনই ধারণা প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের। কিংবদন্তি পাক পেসার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন, “তখন ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ বেঞ্চেও প্রচুর প্রতিভাবান বোলারকে বসে থাকতে হয়েছে সুযোগ না পেয়ে। এমনই একজন সিলভেস্টার ক্লার্ক এক বিদ্রোহী সফরে দক্ষিণ আফ্রিকায় একাই বিপক্ষকে শেষ করে দিয়েছিল।” সঙ্গে ইমরান যোগ করেন, “আমার বন্ধু, সানি গাওস্কর, ওর কপাল খারাপ-- ওকে ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমণ সামলাতে হয়েছে। সচিনের ভাগ্য ভাল, ওকে এই আক্রমণের মুখে পড়তে হয়নি।”
|
খারাপ শুরু মেরির |
দিব্যেন্দু বড়ুয়া অ্যাকাডেমি আর অল স্পোর্টস ফাউন্ডেশন আয়োজিত শ্রেয়ী আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠতি তারকাদের দাপট অব্যাহত। শুক্রবার তৃতীয় বাছাইকে রুখে দেওয়া এনআর বিজ্ঞেশ এ দিনও আটকে দেন ভারতীয় জিএম আরআর লক্ষ্মণকে। ১৯ বছর বয়সি আইএম প্রসন্ন রাও জিততে দেননি দ্বিতীয় বাছাই ইভান পপভ-কে। তবে মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমস দুই রাউন্ডেই ড্র করলেন। এ দিন মেরি ড্র করেন বিনয়কুমার মাট্টার সঙ্গে।
|
ভারতের অলিম্পিক সঙ্কট |
মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে ভারতীয় অলিম্পিক সংস্থাকে। সংস্থার দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের সরানোর সিদ্ধান্ত না নিলে ভারতকে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) থেকে বের করে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ। সেক্ষেত্রে আসন্ন অলিম্পিকে অংশ নেওয়ার অধিকার হারাবে ভারত। শনিবার বাখ বলেন, “সুশাসন আন্তর্জাতিক সংস্থার মূল মন্ত্র। এই ব্যাপারে আপসের প্রশ্নই ওঠে না।” আজ এই নিয়ে সভা ভারতীয় সংস্থার।
|
কানাডাকে হারাল ভারত |
হারলেই ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। এই চাপ নিয়ে নেমেও কানাডার বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৩-২ জিতে জুনিয়র বিশ্বকাপ হকিতে আশা জিইয়ে রাখল ভারত। মনদীপ, আকাশদীপ ও গুরজিন্দর ভারতের হয়ে গোল করেন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পর ভারতের পরের ম্যাচ ১০ ডিসেম্বর কোরিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনালের পথ খুলবে মনদীপদের।
|
ঈশান ছয় মাস মাঠের বাইরে |
ইউনাইটেড গোলকিপার ঈশানের অস্ত্রোপচার হল। শুক্রবার মোহনবাগান ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে সংঘর্ষে ঈশানের বাঁ পায়ের সিনবোন দু’টুকরো হয়ে যায়। এ মরসুমে তাঁর আর খেলার কোনও সম্ভাবনা নেই। ঈশান চোট পাওয়ায় গোলকিপার সমস্যায় পড়ে গেল ইউনাইটেড। কারণ অন্য গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায় এখনও চোট সারিয়ে মাঠে ফিরতে পারেননি।
|
রাজ্য টিটি শুরু |
কর্তাদের ঝামেলার মধ্যেই শুরু হয়ে গেল রাজ্য টিটি। শনিবার নার্সারি বিভাগে মৌমিতা কুণ্ডু ফাইনালে প্রীতমা বিশ্বাসকে ২-০ হারিয়েছে। অন্য সেমিফাইনালে পৌলমী নাথ ২-১ হারায় পৃথা বন্দ্যোপাধ্যায়কে।
|
অন্য খেলায় |
খিদিরপুর ২৫ পল্লীর দু’দিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ। |
|