কোচ, ক্লাব এবং সতীর্থদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ায় আপাতত শাস্তির হাত থেকে বেঁচে গেলেন টোলগে ওজবে। পুরো ঘটনার জন্য কোচের কাছে ক্ষমা চেয়ে লিখিত চিঠি জমা দিচ্ছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। ফুটবল সচিব ইকবাল আহমেদ বললেন, “টোলগে লিখিত ভাবে কোচের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেবে বলেছে। তাই আর ওকে শো-কজ করলাম না। তবে এ রকম ঘটনা আবার ঘটলে কিন্তু আমরা কড়া পদক্ষেপ নেব।”
ক্লাব সূত্রের খবর, মঙ্গলবার অনুশীলনের পর ফুটবলারদের সঙ্গে ক্লাব-কর্তারা আলোচনায় বসেছিলেন। সে সময় দলের সব ফুটবলার মিলিত ভাবে কর্তাদের কাছে টোলগেকে শাস্তি না দেওয়ার জন্য অনুরোধ করেন। শুধু টোলগেই নয়, আর এক বিদেশি স্ট্রাইকার জোসিমারকেও না কি শাস্তির হাত থেকে বাঁচিয়েছেন তাঁর সতীর্থরা। সোমবার রাগ করে অনুশীলনের মাঝ পথে মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিলেন জোসিমার। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের এই আচরণেও চটেছিলেন কর্তারা। কিন্তু টোলগের মতো জোসিমারও নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ায় এ যাত্রা রেহাই পেয়ে যান। |
নিজের ভবিষ্যৎ দেখার চেষ্টা? মঙ্গলবার টোলগে। ছবি: শঙ্কর নাগ দাস। |
টোলগে, জোসিমার শাস্তির হাত থেকে রেহাই পেলেও, ফেডারেশনের শাস্তির হাত থেকে ছাড় পেল না মহমেডান। ডেম্পো-মহমেডান ম্যাচ চলাকালীন সাদা-কালো সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে বাজি ফাটিয়েছিলেন। নিয়মানুযায়ী আয়োজক মহমেডানকে তাই চল্লিশ হাজার টাকা জরিমানা করল ফেডারেশন। একই সঙ্গে মাঠের মধ্যে এ দিন বোতল পড়ার জন্যও শো-কজ করা হল মহমেডানকে। কেন তাদের আরও শাস্তি দেওয়া হবে না, জানতে চাওয়া হল তা-ও।
আপাতত সমস্যা ধামাচাপা দিয়ে আজ বুধবার কলকাতা লিগের রেলওয়ে এফসি ম্যাচ খেলতে নামছে আব্দুল আজিজের দল। বারাসতে। এ দিন আলোচনায় কোচ ও ফুটবলারদের দাবি মেনে ক্লাব-কর্তারা আশ্বস্ত করেছেন, তাঁরা আর কোচ বা ফুটবলারদের কোনও বিষয়ে হস্তক্ষেপ করবেন না। তবে ফুটবলারদের পাল্টা শর্ত দেওয়া হয়েছে এই বলে যে, টিমকেও সব ম্যাচে ভাল ফল করতে হবে। ফল না দিতে পারলেই অন্য রকম ভাবনা-চিন্তা করা হবে। ফুটবল-সচিব বললেন, “কোচ স্বাধীন ভাবে কোচিং করতে চেয়েছিলেন, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু রেজাল্ট ভাল করতে না পারলে তখন পুরো দায় কোচের হবে।” পুরো ঘটনায় খুশি কোচ আবদুল আজিজও। বললেন, “বিশ্বের সব দেশে কোচ স্বাধীন ভাবেই কোচিং করায়।”
চোটের জন্য এ দিনও অনুশীলন করতে পারেননি টোলগে ও পেন। দু’জনেই বসে ছিলেন মাঠের বাইরে। রেলের বিরুদ্ধে এই দুই বিদেশির খেলার সম্ভাবনাও কম। দীপেন্দু আর অসীম বিশ্বাস এ দিন শুরু করতে পারেন। যদি জোসিমার খেলেন সে ক্ষেত্রে অবশ্য অন্য রকম স্ট্র্যাটেজি নেবেন জানিয়েছেন আজিজ।
|