আস্থা, অনাস্থার মাঝে ঝুলছেন জেমস মোগা। ক্লাবকে সঠিক তথ্য না দিয়ে দেশের হয়ে খেলতে যাওয়ায় মোগার ওপর কোচ যখন বিরক্ত তখন ক্লাবকর্তারা মনে করছেন না শৃঙ্খলাভঙ্গ করেছেন এই বিদেশি ফুটবলার।
ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার মঙ্গলবার বললেন, “কোচকে বলেই দেশের হয়ে খেলতে গিয়েছে মোগা। এ ব্যাপারে কোচের রিপোর্ট হাতে পাওয়ার পর মন্তব্য করা যাবে। তবে দেশের হয়ে খেলতে গিয়ে মোগা কোনও শৃঙ্খলাভঙ্গ করেছে বলে মনে করছে না ক্লাব।”
যদিও মোগার আচরণে বেশ বিরক্ত আর্মান্দো। এই মুহূর্তে তিনি গোয়ার বাড়িতে। সেখান থেকেই রাঙ্গদাজিদের বিরুদ্ধে শিলংয়ে যাওয়ার পথে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফোনে থেকে আর্মান্দো এ দিন বললেন, “দলে ইয়াকুবুর মতো দায়বদ্ধ ফুটবলার দরকার। মোগা পুণেতে দলের সঙ্গে যোগ দেবে বলেছিল। ও আসেনি কেন সে ব্যাপারে কর্তাদের সঙ্গে কথা বলতে হবে।” এ দিনও মোগার দেশ দক্ষিণ সুদান ইথিওপিয়ার বিরুদ্ধে হেরেছে ০-২। যুবভারতীতে মোহনবাগানকে হারিয়ে যাওয়া সন্তোষ কাশ্যপের দলের বিরুদ্ধে ওপারা, সৌমিক, নওবাদের চোট চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে। আর্মান্দোর অনুপস্থিতিতে বুধবার চিডিদের অনুশীলন করাবেন সহকারি কোচ রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার শহর ছাড়বে ইস্টবেঙ্গল।
এ দিকে আই লিগে দুই ফুটবলারকে বেআইনি ভাবে খেলিয়ে তিন পয়েন্ট গেল সালগাওকরের। পুণে এফসি এবং বেঙ্গালুরু এফসি এই দুই দলের বিরুদ্ধেই গোয়ার দলটির হয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলীয় ডিফেন্ডার ম্যাথু ফসচিনি এবং ফুলগানকো কার্দোজো। ফেডারেশন সূত্রে খবর, এই দুই ফুটবলারকে খেলানোর ক্ষেত্রে আইন মানেনি গোয়ার দলটি। বেঙ্গালুরুর বিরুদ্ধে হারলেও পুণে এফসি-র বিরুদ্ধে ড্র করেছিল সালগাওকর। শাস্তিস্বরূপ তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ডেরেক পেরিরার দলের।
|