টুকরো খবর
হঠাৎ শোয়েব বনাম আফ্রিদি

৩ ডিসেম্বর
পাকিস্তান ক্রিকেটে ফের ঝামেলা। এ বার কথার যুদ্ধে জড়ালেন এক দিকে শাহিদ আফ্রিদি আর অন্য দিকে দুই প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ আর শোয়েব আখতার। একটি টিভি টক শো-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া এক দিনের সিরিজে আফ্রিদির খারাপ পারফরম্যান্সের সমালোচনা করেন বিশেষজ্ঞ হিসেবে থাকা দুই প্রাক্তন ক্রিকেটার শোয়েব ও ইউসুফ। সোমবার দেশে ফিরে প্রাক্তন অধিনায়ক আফ্রিদি পাল্টা এক হাত নেন। তিনি বলেন, “ওরা কী বলল আমি তার পরোয়া করি না। তবে একটা কথা বলব এই বিশেষজ্ঞরা এমন একটা ভাব করছে যেন ওদের সময় টিম হারত না। আমার কাছে হ্যাকল আর জ্যাকল জুটি আর মি. বিনের মন্তব্যের মধ্যে কোনও পার্থক্য নেই।” আফ্রিদির এই মন্তব্যের পরই ফের তোপ দাগেন দুই দুই প্রাক্তন ক্রিকেটার। বিশেষ করে শোয়েব। তিনি বলে দেন, “এর আগে আমরা অনেক বারই মিসবা উল হকের সমালোচনা করেছি। কিন্তু ওর প্রতিক্রিয়ার সঙ্গে আফ্রিদির প্রতিক্রিয়ার পার্থক্যটা দেখুন।” সঙ্গে শোয়েব আরও যোগ করেন, “আমি মুখ খুলতে চাই না। আমি জানি কোন প্লেয়ার পাকিস্তান ক্রিকেটকে বিক্রি করে দিয়েছে এবং সেটা কখন। আফ্রিদির উচিত মুখ বন্ধ রেখে পারফরম্যান্সের দিকে ফোকাস করা।” মহম্মদ ইউসুফ প্রাক্তন পেসারের তুলনায় কিছুটা সুর নরম করে বলেন, “আমি আগেও বলেছি। ও এখনও বাচ্চাদের মতোই, অপরিণত রয়ে গিয়েছে। আবার বলছি তরুণ ক্রিকেটারদের আফ্রিদিকে রোল মডেল করা উচিত নয়। ওর ব্যবহার কেমন সেটা সবাই জানে।”

প্র্যাকটিসে নেই ক্লার্ক

৩ ডিসেম্বর
অ্যাসেজে দ্বিতীয় টেস্টে মাইকেল ক্লার্ক নামতে পারবেন তো? মঙ্গলবার প্র্যাকটিসে অস্ট্রেলিয়ার অধিনায়কের অনুপস্থিতিতে এই জল্পনা ছড়িয়ে পড়ে। গোড়ালির চোটে ভুগছেন ক্লার্ক। তবে অস্ট্রেলিয়া শিবিরের তরফে যদিও আশা করা হচ্ছে বুধবার ক্লার্ক প্র্যাকটিসে নামতে পারবেন। অজি অলরাউন্ডার শেন ওয়াটসন যদিও বলেন, “সতর্কতার জন্যই ক্লার্ককে প্র্যাকটিসে নামতে দেওয়া হয়নি। প্রথম টেস্টে মাইকেল দারুণ ব্যাট করেছে। তাই ওর প্রস্তুতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। মেডিক্যাল স্টাফরাও ওর ফিট হয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাই মঙ্গলবার ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। বুধবার ও প্র্যাকটিস করবে।”

নিয়ম বদলাচ্ছে স্কুল ক্রিকেটে
স্থানীয় ক্রিকেটের মরসুম শুরু হয়ে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। এ এন ঘোষ ট্রফি দিয়ে। ওই দিনই নেমে পড়ছে ক্রিকেটে ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও কালীঘাট। রাজস্থানের বিরুদ্ধে নামবে মোহনবাগান। কালীঘাট খেলবে টাউনের বিরুদ্ধে। আর পুলিশ এসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তবে শোনা যাচ্ছে, টাউনের পিচ এখনও নাকি তৈরি নয়। যেখানে মোহনবাগানের ম্যাচ। কেউ কেউ আশঙ্কা করছেন, উইকেটের অবস্থার উন্নতি না হলে ম্যাচ পিছিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি আসন্ন ক্রিকেট মরসুমে আরও একটা বদল দেখা যাবে। স্কুল ক্রিকেটের নিয়ম পাল্টে ফেলছে সিএবি। আগে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চল্লিশ ওভারের ছিল। সেটা এ বার কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে দু’দিনের করে দেওয়া হচ্ছে। মাত্র এক দিন আগে বাংলার অনূর্ধ্ব-২৫ টিমের সি কে নাইডু ট্রফিতে প্লেটে নেমে যাওয়ার পিছনে স্কুল ক্রিকেটের নিয়মকে দায়ী করেছিলেন কেউ কেউ। বলা হচ্ছিল, চল্লিশ ওভারের ম্যাচ খেলে পরবর্তী পর্বে ভাল কিছু করা সম্ভব হচ্ছে না বাংলা ক্রিকেটারদের।

রেলের বিরুদ্ধে গ্রিন টপে বাংলা
সব কিছু ঠিকঠাক চললে, রেলওয়েজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচে সবুজ পিচ পেতে চলেছে বাংলা। আগামী ৬ ডিসেম্বর থেকে নয়াদিল্লির জামিয়ামিলিয়া ইসলামিয়ার মাঠে বাংলা মুখোমুখি হচ্ছে রেলের। মঙ্গলবার সেখানে প্র্যাকটিসে গিয়ে ক্রিকেটাররা পিচ দেখে যা টের পেয়েছেন, তাতে পিচে পেসারদের সুবিধে হবে। বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল নয়াদিল্লি থেকে ফোনে বললেন, “গ্রিন টপই বলা যায়। টিম কম্বিনেশন নিয়ে ভাবতে হবে।” যা খবর, তাতে রেলের বিরুদ্ধে টিমে ঢুকতে পারেন অলরাউন্ডার অর্ণব নন্দী। তা ছাড়া বাড়তি একজন পেসার খেলানোরও ভাবনা চলছে। সেক্ষেত্রে ঢুকে পড়বেন সৌরভ সরকার।

বুধবারের কলকাতা লিগ
মহমেডান : রেলওয়ে এফসি

মাম্পিকে শো কজ
ক্লাবে এসে ঝামেলা করার জন্য নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব শো কজ করছে আন্তর্জাতিক শ্যুটার মাম্পি দাস-কে। ক্লাব সচিব দেবরঞ্জন মুখোপাধ্যায় এ দিন বলেন, “নিয়মিত ক্লাবে ঝামেলা করার জন্য কর্মসমিতির বৈঠকে মাম্পিকে শো কজ করার সিদ্ধান্ত হয়েছে। বয়ান তৈরি করে বুধবার ক্লাব প্রেসিডেন্ট চিঠি দেবেন।” মাম্পি ও তাঁর মা মঙ্গলবার ক্লাবে এসে অনুশীলন করবেন বলে হুমকি দিলেও শেষ পর্যন্ত তাঁরা আসেননি। বেলগাছিয়ার এই শ্যুটিং ক্লাবে এ দিন পরিবেশ ছিল থমথমে। ক’দিন পরে দিল্লিতে জাতীয় টুর্নামেন্টের আসর বসার কথা থাকলেও ক্লাবের শ্যুটাররা এই ঘটনার পর এখন ক্লাবে অনুশীলন করতে ভয় পাচ্ছেন।

পুরনো খবর:

ধোনির ব্যাটে ২৫ কোটির লোগো
রেকর্ড পরিমাণ অর্থে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট নতুন স্পনসর পেল। অস্ট্রেলীয় ক্রীড়া সরঞ্জাম কোম্পানি স্পার্টান স্পোর্টস এবং অ্যামিটি ইউনিভার্সিটি-র সঙ্গে ২৫ কোটি টাকা স্পনসরশিপে ধোনির ব্যাটে নতুন লোগো লাগছে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত ধোনির ব্যাটের স্পনসর ছিল রিবক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে স্পার্টান এসেছে।

রুনির সঙ্গে রোরির অভিনব গল্ফ
পেশায় গল্ফার হলেও, রোরি ম্যাকইলরয়ের আর এক আবেগের নাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর তিনিই চেশায়ারের গল্ফ কোর্সে নাইকির বিজ্ঞাপনে ম্যান ইউ তারকা ওয়েন রুনির সঙ্গে অভিনব গল্ফ খেললেন। যেখানে ম্যাকইলরয়ের গল্ফ ক্লাব দিয়ে বল নাচানোর জবাবে নাইকি বুট পায়ে ফুটবলে শট নেন রুনি। পরে ম্যাকইলরয় বলেন, “ম্যান ইউ সমর্থক হয়ে রুনির সঙ্গে শ্যুট করতে পেরে আমি খুব খুশি। ও বিশ্বমানের প্রতিভা। স্ট্রাইকার হলেও ওর ওয়ার্ক রেট অসামান্য।”

নতুন মেসি-কে নিল ম্যান সিটি
ফুটবল বিশ্বের ‘নতুন মেসি’ ব্রাহিম আব্দুলকাদের দিয়েজকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি। স্প্যানিশ ক্লাব মালাগার অনূর্ধ্ব চোদ্দো দলের ফুটবলার দিয়াজ। বিরল প্রতিভার এই জুনিয়র ফুটবলার ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে মেসির মতোই দাপট দেখানোর ক্ষমতা রাখে দিয়াজ। যাকে সই করাতে মালাগাকে ৫৪০ হাজার পাউন্ড দিয়েছে ম্যান সিটি। ভবিষ্যতে দিয়াজ যদি ম্যান সিটি-র প্রথম দলে সুযোগ পায় তবে মালাগাকে আরও ৪৩ লক্ষ ডলার দিতে হবে তাদের।

ধ্যানচাঁদকেও ভারতরত্নের ভাবনা
দেশের প্রথম ক্রীড়াবিদ হিসাবে সচিন তেন্ডুলকরকে ভারতরত্ন দেওয়ার পর কেন্দ্রের ইউপিএ সরকার হকির জাদুকর ধ্যানচাঁদকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার চিন্তাভাবনা করছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ এ দিন এ কথা বলেছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.