ইস্টবেঙ্গলে পা রাখার দশ দিন আগেই কি নিখাদ বাঙাল বনে গেলেন অক্ষয়কুমার? ২১ ডিসেম্বর লাল-হলুদের প্রাক্ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউডের ‘খিলাড়ি’। আর সেই উপলক্ষ্যে বোনলেস ইলিশ খেতে চাইলেন অক্ষয়। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে অক্ষয়ের সঙ্গে থাকবেন তাঁর ‘বস’-এর অভিনেত্রী সোনাক্ষী সিংহ, সুরকার প্রীতম-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। কিন্তু সব কিছুর মধ্যে অক্ষয়ের উপস্থিতিই আরও জমকালো করে তুলতে চলেছে ইস্টবেঙ্গলের মহা-উৎসবকে। শনিবার বিকেলে ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “অক্ষয় ঘোড়ায় চেপে যুবভারতীতে ঢুকবেন। ট্রাকে চড়ে বেরোবেন। সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠানে আরও অনেক চমক থাকছে।” অক্ষয়-সোনাক্ষী অনুষ্ঠানের আগের দিনই শহরে ঢুকে পড়ছেন। এবং ২০ ডিসেম্বর বিকেলে ইস্টবেঙ্গলের নতুন ক্লাব-তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে অক্ষয়ের হাতেই।
প্রাক্ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে জমকালো করে তুলতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না লাল-হলুদ কর্তারা। যুবভারতীতে মোট ৫৪ হাজার টিকিটের ব্যবস্থা রাখা হচ্ছে। ৩০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত যার মূল্য। অনলাইন টিকিট পাওয়া যাবে মঙ্গলবার থেকেই। তবে সদস্যদের জন্য থাকছে একটার সঙ্গে একটা টিকিট বিনামূল্যে। দেবব্রতবাবু বললেন, “২০২০ পর্যন্ত প্রাক শতবর্ষ পূর্তি উৎসব চলবে। এখন প্রত্যেক বছরই আমরা অনুষ্ঠান করব।” শনিবারই অনুষ্ঠানের নতুন লোগো লাগানো কাটআউট চলে এসেছে ইস্টবেঙ্গলে। যার নীচে লেখা, ‘এক কিক-এ একশো’। পিছনে অক্ষয়-সোনাক্ষী-প্রীতমের ছবি। ক্লাব সূত্রের খবর, সোমবার বিকেলে কার্যকরী কমিটির সভার পরেই শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের কাটআউট লাগানোর কাজ শুরু হয়ে যাবে। |