এক বছরের মধ্যেই কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার দুপুরে কোচবিহার কৃষি ফার্মে বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। কৃষি ফার্মের ২০ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির কাজ হবে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, ৩৪ কোটি ২৬ লক্ষ টাকায় প্রকল্পের কাজ হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৯ কোটি ১ লক্ষ টাকার কাজ হবে। ১৭ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কোচবিহারের ঐতিহ্য ও স্থাপত্য বজায় রেখে কাজ হবে। এক বছরের মধ্যে কাজ শেষ হবে। বর্তমানে পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অস্থায়ীভাবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০০ জনের উপরে ছাত্রছাত্রী রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে। আগামী শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সে ক্ষেত্রে ওই ভবনে পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়বে। অনুষ্ঠানে উপস্থিত পূর্ত দফতরের পরিষদীয় সচিব তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আগামী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এক বছরের মধ্যে স্থায়ী ভবন তৈরির কাজ শেষ করা হবে।” পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায় বলেন, “আমাদের আশা, এক বছরের মধ্যে স্থায়ী ভবনে পঠনপাঠন শুরু করতে পারব।” |