তফসিলি উপজাতিদের দ্বারা পরিচালিত একটি অনাথ আশ্রমে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সশস্ত্র সীমা বলে-র (এসএসবি) কয়েকজন জওয়ানের বিরুদ্ধে। ডুয়ার্সের মেটেলি থানার শালবাড়ি মোড়ে গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। রাতে আশ্রমে ঢুকে আবাসিক ও শিক্ষকদের ওই জওয়ানরা শাসিয়েছে বলেও আশ্রম কর্তৃপক্ষ শুক্রবার মেটেলি থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, শিশুসেবা বাল বিকাশ অনাথ আশ্রমের কর্ণধার সন্তলাল নায়েক ওই অভিযোগ দায়ের করেছেন। এসএসবি-ও পাল্টা পুলিশে অভিযোগ করেছে। বাহিনীর অভিযোগ, গত বৃহস্পতিবার দিনের বেলায় এনএসবি-র জমিতে অনাথ আশ্রমের তরফে শৌচাগার নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আশ্রমের পক্ষে সন্তলাল নায়েক জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ আশ্রমে বেশ কয়েকজন জওয়ান ঢুকে আশ্রম তুলে দেওয়ার হুমকি দেন। জওয়ানদের শাসাতে দেখে আবাসিক পড়ুয়ারা ভয়ে পেয়ে যায়। এসএসবি-র কমান্ডিং অফিসার নবলকিশোর সিংহ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, ওই রকম কোনও ঘটনাই ঘটেনি। জওয়ানরা কখনই আশ্রমে ঢুকে হামলা চালাতে পারে না। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। মেটেলির ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গেও সন্তলালবাবু এদিন যোগাযোগ করেন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সাহবাজ সোহেল জানান, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। এসএসবি-র কাছে জমির নথি রয়েছে। তবে ওই জমিতেই ভবন নির্মাণের জন্য আশ্রমও অনুমতি চেয়েছে। তাঁদের সেই আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও সে ব্যাপারে কোনও নির্দেশ এখনও আসেনি। |