শুক্রা মুন্ডা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার এক দিনের মধ্যেই আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন থেকে তাঁকে বহিষ্কার করা হল। শুক্রবার বিকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় বাগানে সংগঠনের নেতারা বৈঠকে বসেন। সংগঠনের সম্পাদক তুলসী ওঁরাও জানান, শুক্রা মুন্ডাকে সংগঠনের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। তিনি এ দিন বলেন, “গত বৃহস্পতিবার সংগঠনকে না জানিয়ে গাঠিয়া বাগানে সভা করা-সহ অন্য সাংগঠনিক কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।” যদিও এ দিন শুক্রা মুন্ডার পাল্টা দাবি, তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরাতে হলে কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়া প্রয়োজন। তিনি সংগঠনের চেয়ারম্যান বলেও এ দিন দাবি করেছেন।
|
এক ওষুধ ব্যবসায়ীকে জঙ্গি গোষ্ঠীর নাম করে হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ। শুক্রবার সকালে বারোবিশা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত যুবকদের নাম চিরঞ্জিৎ দাস এবং গোপাল বর্মন। দু’জনেই কুমারগ্রামের তেলিপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের জেরা করার জন্য ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কামতাপুর প্রোটেকশন ফোর্স সংগঠনের নাম দিয়ে হুমকি চিঠি পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ধৃতদের সঙ্গে কোনও গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।”
|
জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসুর অনুরোধে অনশন তুলে নিলেন আনন্দচন্দ্র কলেজের অশিক্ষক কর্মচারী শৌভিক চৌধুরী। শুক্রবার পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্তকে নিয়ে কলেজে গিয়েছিলেন মোহনবাবু। সেখানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি আনন্দগোপাল ঘোষও। মোহনবাবু বলেন, “কলেজের সমস্যাগুলির সমাধানের জন্যে পরিচালন সমিতির সভাপতি উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।” কলেজে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত মঙ্গলবার থেকে অনশনে বসেন শৌভিক চৌধুরী। কলেজের পরিচালন সমিতির সভাপতি বলেন, “অভিযোগের তদন্ত করা হবে।”
|
প্রয়াত হলেন কালিম্পং পুরসভার চেয়ারম্যান এল বি পারিয়ার। তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এল বি পারিয়ার ২০১১ সাল থেকে কালিম্পং পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ায় তাঁকে বৃহস্পতিবার শিলিগুড়ির একটি নাসির্ংহোমে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয় বলে পরিজনেরা জানান। তিনি গোর্খা জনমুক্তি মোর্চার ‘স্টাডি ফোরামের’ সদস্য ছিলেন।
|
আট মাস বন্ধ থাকার পরে শুক্রবার থেকে চালু হল ময়নাগুড়ি উপনিয়ন্ত্রিত বাজার। দাম না-মেলায় চলতি বছরের ২৫ মার্চ চাষিরা রাস্তায় টমাটো ফেলে বিক্ষোভ দেখানোর পরে সব্জি বাজার বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন বিস্তীর্ণ এলাকার বেশ কয়েক হাজার চাষি। এ দিন বাজার চালু হতে তাঁরা স্বস্তি ফিরে পেয়েছেন। ২০১০ সালের ২৯ জানুয়ারি ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মাধবডাঙা ১ এলাকায় এই উপনিয়ন্ত্রিত বাজারটি চালু হয়।
পুরনো খবর: পাইকারি ক্রেতাদের দেখা নেই, সব্জি ফেলে প্রতিবাদ
|
‘উত্তরবঙ্গে উচ্চশিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে যোগ দিতে আজ, শনিবার ময়নাগুড়িতে আসবেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনির্ভাসিটি প্রফেসার অ্যাসোসিয়েশনের (ওয়েবকুপা) উত্তরবঙ্গ সম্মেলন উপলক্ষে ময়নাগুড়ি কলেজে ওই সেমিনারের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন ওয়েবকুপার রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু।
|
বেসরকারি একটি সংস্থা ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজে কাটা পড়ছে বিএসএনএলের কেবল লাইন। অভিযোগ থানা স্তরে জানিয়ে সুরাহা না হওয়ায় পুলিশ কর্তাদের দারস্থ হল বিএসএনএল। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “এই নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে কথা বলতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে।” |