টুকরো খবর
ক্লাবঘর নিয়ে বিবাদে জখম পাঁচ মহিলা
মেয়েদের ক্লাবঘরকে কেন্দ্র করে দু’পক্ষের বচসা, মারামারিতে জখম হলেন পাঁচ মহিলা-সহ ৬ জন। আহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বাও। শুক্রবার সকালে দেগঙ্গার বেড়াচাঁপার ওই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামাতে হয়। ঘটনাস্থলে যান দেগঙ্গা থানার ওসি পলাশ চট্টোপাধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় গড়পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় দেবনাথের বিরুদ্ধে স্থানীয় এক মহিলাকে অপমান করার অভিযোগ ওঠে। বিষয়টির সুরাহা না হওয়ায় ওই ব্যক্তির বাড়ির পাশে এক টুকরো জমিতে মেয়েদের নিরাপত্তার জন্য একটি ক্লাব ঘর তৈরি করেন গ্রামের মহিলারা। পুলিশ জানায়, এ দিন সকালে মৃত্যুঞ্জয়বাবু লোকজন নিয়ে সেই ক্লাবঘর ভেঙে দিতে এলে বাধা দেন মহিলারা। সেই সময়ে দু’পক্ষের মারামারিতে আহত হন পাঁচ জন মহিলা। অন্য দিকেও আরও এক জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় মৃত্যুঞ্জয়বাবু বলেন, “আমার জমি দখল করে ক্লাব ঘর তৈরির জন্য ওরা আমার নামে মিথ্যা অভিযোগ করছে।” তবে ওই মহিলাদের দাবি, “খাস জমিতেই ক্লাব ঘর তৈরি করা হয়েছে। আমাদের পাঁচ জনকে মারধর করা হয়েছে।” পুলিশ জানায়, এটি গ্রাম্য বিবাদ। দু’পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা হচ্ছে।

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে লুঠ
স্বর্ণ ব্যবসায়ীর মাথায় রিভলবার ঠেকিয়ে হাত পা বেঁধে লুঠ চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বসিরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মাটিনবান রোডে ঘটনাটি ঘটে। স্বর্ণব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ওই দোকানের মালিক সুমন হালদার জানান এ দিন রাত ১০টা নাগাদ দোকান বন্ধের জন্য গোছগাছ করছিলেন সুমনবাবু। সে সময়ে কয়েক জন যুবক তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়। এক জন সিগারেট খাবে বলে তাঁর কাছে লাইটার চায়। তিনি লাইটার এগিয়ে দিতেই তাঁর মাথায় রিভলবার ঠেকায় ওই দুষ্কৃতী। তার পরে হাত পা বেঁধে দোকানের সব গয়না চুরি করে পালায়। সুমনবাবু বলেন, “এর পরে অন্য ব্যবসায়ীরা এসে আমাকে উদ্ধার করেন।” তাঁর দাবি, প্রায় সাত ভরি গয়না ও নগদ কয়েক হাজার টাকা ছিনতাই হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা। বসিরহাট স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক ভদ্র বলেন, “থানার এতো কাছে যে ভাবে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়ে পালাল, তাতে ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন।

সুন্দরবনে শুরু ম্যানগ্রোভ উৎসব
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার থেকে ম্যানগ্রোভ উৎসব শুরু হল সুন্দরবনে। গোসাবার বালিতে এই উৎসবের উদ্বোধন করলেন জয়নগরের সাংসদ তরুণ মণ্ডল। বালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত ওই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। থাকবে বাউলগান, নাটক, বনবিবি পালা ইত্যাদি। সংস্থার সম্পাদক অনিল মিস্ত্রী বলেন, “সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সঙ্কটের মুখে। সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজ সম্পদ বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠান।”

রুটি কারখানায় লুঠ
পাঁউরুটি কারখানায় ঢুকে বন্দুক দেখিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাগাড়িয়া মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ একটি সশস্ত্র দুষ্কৃতী দল পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখন ম্যানেজার নজরুল ইসলাম-সহ তিন-চার জন কর্মী ছিলেন। ম্যানেজারের দাবি, “ওদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে ওরা প্রায় লক্ষাধিক টাকা লুঠ করে। পুলিশ জানায়, তদন্ত চলছে।

সুন্দরবন দিবস
এত দিন ‘সুন্দরবন দিবস’ উদযাপন করা হত ২১ অগস্ট। এ বছর তা করা হচ্ছে ১১ ডিসেম্বর। উত্তর ২৪ পরগনায় প্রধান অনুষ্ঠানটি হবে মিনাখাঁ কমিউনিটি হলে। দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠান হবে গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র বিদ্যামন্দিরে। নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠান, ও জীববৈচিত্র বজায় রাখতে সচেতনতার প্রচার হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.