টুকরো খবর |
চেম্বারে চিকিৎসককে কুপিয়ে হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রোগী পরিচয় দিয়ে চেম্বারে ঢুকে চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রকোনার ঝাঁকরায় ঘটনাটি ঘটেছে। বাধা দিতে গিয়ে জখম হয়েছেন চিকিৎসকের স্ত্রী-ও। পালানোর সময় চিকিৎসকের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গিয়েছে দুষ্কৃতী। সত্যেশ্বর হাজরা নামে জেলা পরিষেদের দাতব্যালয়ের ওই চিকিৎসককে রাতেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক দম্পতির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চন্দ্রকোনার বাড়িতে সত্যেশ্বরবাবুর নিজস্ব চেম্বার। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রোগী’ সেজে সেই চেম্বারে ঢোকে এক দুষ্কৃতী। সত্যেশ্বরবাবুর কথায়, “আমি নাম-পরিচয় আর সমস্যার কথা জানতে চাইলে ধারালো অস্ত্র বের করে গালিগালাজ শুরু করে লোকটি। আমি চিনি না তাকে। ঘাড়ে অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার শুনে আমার স্ত্রী চেম্বারে ঢুকলে তাঁকেও মারধর করে।” এ দিকে, বাড়ির অন্য লোকজন ছুটে এলে চেম্বারের আলাদা দরজা দিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। চিকিৎসকের স্ত্রী গঙ্গা হাজরা বলেন, “আচমকা বাঁচাও বাঁচাও শব্দ শুনে চেম্বারে এসে দেখি লোকটা কোপাচ্ছে। আমরা দু’জনে মিলে বাধা দেওয়ার চেষ্টা করি। লাভ হয়নি।” পুলিশ সূত্রের খবর, রোগীর পরিচয়ে যে চেম্বারে ঢুকেছিল, তার নাম-পরিচয় জানা গিয়েছে। তাকে ধরতে পারলেই এই হামলার কারণ পরিষ্কার হবে। তবে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, জমিজমা জনিত গণ্ডগোলের জেরে এই ঘটনা।
|
কন্যাশ্রী-র ফর্ম বিলি নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
‘কন্যাশ্রী’ প্রকল্পের ফর্ম বিলিকে কেন্দ্র করে দলবাজির অভিযোগ উঠল এগরা ২ ব্লকের ভবানীচক হাইস্কুলে। সিপিএম পরিচালন সমিতি কন্যাশ্রী-র ফর্ম বেছে-বেছে বাম প্রভাবিত বাড়ির মেয়েদের দিচ্ছেএই অভিযোগ তুলে প্রায় ৫০-৬০ জন তৃণমূল প্রভাবিত অভিভাবক ভবানীচক হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করেন। তৃণমূল নেতা মামুদ হোসেন জানান, “পরিচালন সমিতির বিরুদ্ধে আমরা প্রশাসনে অভিযোগ জানাব।” প্রধান শিক্ষক পুরঞ্জন দাস বলেন, “ফর্ম বিলিতে কিছু অনিয়ম হয়েছে। পরিচালন সমিতি নিয়ম না বুঝে তাড়াহুড়ো করায় ওই সমস্যা হয়েছে।” স্কুল পরিচালন কমিটির সম্পাদক কৌশিক জানা অবশ্য বলেন, “আসলে তৃণমূল আমাদের হেনস্থা করতে চায়। এটাও ওদের চক্রান্ত বই অন্য কিছু নয়।”
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • এগরা ও খড়্গপুর |
দুই মেদিনীপুরে তিন নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। প্রথম দুটি পূর্ব মেদিনীপুরের এগরার পটাশপুর ২ ব্লক এলাকায়। শুক্রবার পটাশপুর পঞ্চায়েতের ফেঁকুই গ্রামে বছর চোদ্দর এক নাবালিকার বিয়ে হচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির সদস্য ও ব্লক আধিকারিকরা। তাঁরা পরিজনদের বুঝিয়ে নাবালিকা বিয়ে আটকান। এরপর তাঁরা ওই পঞ্চায়েতেই আরও এক নাবালিকার বাড়ি গিয়ে বিয়ে আটকান। পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ বলেন, “ওই দুই পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয়েছে।” অন্য দিকে, খড়্গপুরের নিমপুরাতেও বছর চোদ্দর এক কিশোরীর ভিন্ রাজ্যে বিয়ে আটকায় প্রশাসন। তবে, এ ক্ষেত্রে গারদে যেতে হয়েছে বিয়ে করতে আসা উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা চিট লাল ও তার সঙ্গী রূপম লালকে।
|
মদ বিক্রি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বেআইনি মদের দোকানে হানা দিয়ে বেশ কিছু মদের বোতল উদ্ধার করল পুলিশ। অভিযোগ, ওই ঘটনায় অভিযুক্ত রামনগর ১ ব্লকের বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অসীম বেরার বাবা, নারায়ণ বেরা। স্থানীয় সূত্রে খবর, নারায়ণ বেরা তাঁর পান-বিড়ির দোকানের আড়ালে গোপনে বেআইনি মদের ব্যবসা করতেন। গোপন সূত্রে ওই খবর পেয়ে রামনগর থানার পুলিশ বৃহস্পতিবার দেউলিহাট বাজারের ওই দোকানে হানা দিয়ে বেশ কিছু মদের বোতল উদ্ধার করে। ধরা হয় নারায়ণ বেরাকে।
|
আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের উদ্যোগে ‘আরগোনোমিক্স এ্যান্ড হিউম্যান ফ্যাক্টর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল শুক্রবার। গত বুধবার এই আলোচনা সভার সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন আইআইএমের অধিকর্তা অমিতাভ দে প্রমুখ। তিন দিনের এই সভায় ইন্ডিয়ান সোসাইটি অফ আরগোনোমিক্স-এর সভাপতি অধ্যাপক জি জি রায় প্রমুখ গবেষণা পত্র পাঠ করেন।
|
ঝাড়গ্রামে মুখ্য বনপাল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামের বনভূমিতে সবুজায়ন-কর্মসূচি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য বনপাল (পশ্চিমচক্র) এনভি রাজাশেখর। বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ধরে ঝাড়গ্রাম বন বিভাগের জামবনি, ঝাড়গ্রাম ও লোধাশুলির বিভিন্ন বনাঞ্চল পরিদর্শন করেন তিনি। এ ছাড় মিনি চিড়িয়াখানাটিও পরিদর্শন করেন। মুখ্য বনপাল বলেন, “ঝাড়গ্রামের সবুজায়নের অগ্রগতি সন্তোষজনক।” আগামী কয়েক মাসে মিনি চিড়িয়াখানায় দু’টি চিতাবাঘ আনা হবে বলে জানান তিনি।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ভগবানপুরের কলাবেড়িয়া বাজারের খাল থেকে নিখোঁজ থাকা তাপস মণ্ডল নামে বছর চব্বিশের এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। তাপসের বাবা বাগাম্বর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
জামিন তপনের |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় জামিন পেলেন গড়বেতার সিপিএম নেতা তপন ঘোষ। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাঁর জামিন মঞ্জুর হয়। ২০০১-এ ছোট আঙারিয়া গণহত্যা মামলায় প্রথম নাম জড়ায় গড়বেতার সিপিএম নেতা সুকুর আলি ও তপন ঘোষের। ২০০৭-এ সিপিএমের নন্দীগ্রাম ‘পুনর্দখল’ পর্বের সময় ধরা পড়েন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ এই দুই নেতা। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে জখমদের পাচারের চেষ্টার মামলায় তপন-সুকুর আগেই জামিন পেয়েছিলেন।
|
তিরোধান দিবস |
খেজুরির কামদেবনগর বাশুলী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বি আর অম্বেডকরের ৫৮তম তিরোধান দিবস পালিত হল। |
|