বাইশ গজে শোক ভুলে জীবনের খোঁজ

৬ ডিসেম্বর
য়েক ঘণ্টার তফাতে কত কিছু বদলে যায়!
বৃহস্পতিবার সন্ধের জো’বার্গকে কত রঙিন দেখাচ্ছিল। ভারতকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকানদের উৎসব। কিন্তু মাঝের কয়েকটা ঘণ্টায় উৎসব বদলে গেল অপার নিস্তব্ধতায়।
দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার মাঝরাত। নেলসন ম্যান্ডেলা আর নেই!
এ দিন ভোর থেকে জো’বার্গ তাই মৌন। প্রিয় ‘মাদিবা’-র জন্য দুঃখ আছে, কিন্তু তাতে ডুবে থেকে কান্নাকাটি নেই। জো’বার্গে ম্যান্ডেলার দু’টো বাড়িতে যেমন। একটা শহরের উত্তর-পূর্ব দিকে হাউটনে। যেখানে বৃহস্পতিবার মাঝরাতে শেষ নিঃশ্বাস ফেললেন দক্ষিণ আফ্রিকার ‘মহাত্মা।’ অন্যটা দক্ষিণ প্রান্তে, সোয়াটোতে। যেখানে তিনি ফিরেছিলেন সাতাশ বছর জেল খাটার পর। দু’টো বাড়ির একটাতেও আজ বুকভাঙা কান্না নেই। বরং আছে তাঁর কাটিয়ে যাওয়া জীবনের প্রতি শ্রদ্ধার্ঘ্য। ম্যান্ডেলা-পরবর্তী জীবনে নতুন সংকল্পের খোঁজ। ক্রিকেটেও তাই।

বর্তমান ক্রিকেটবিশ্বে দক্ষিণ আফ্রিকানদের রোশনাই সম্ভব হত না ‘মাদিবা’ না থাকলে। বর্ণবিদ্বেষের জমানা শেষে ম্যান্ডেলার উদ্যোগেই প্রায় বাইশ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন। ভারতের বিরুদ্ধে। ক্রিকেট সাউথ আফ্রিকার কর্তা হারুণ লর্গ্যাট বলছিলেন, “আমরা ওঁকে সেরা উপহারটা দিতে পারি ঐক্যবদ্ধ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে।” ততক্ষণে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা চরিত্রকে নিয়ে শ্রদ্ধার্ঘ্য আসতে শুরু করেছে। সচিন তেন্ডুলকর থেকে মহম্মদ আলি। লুইস হ্যামিল্টন থেকে টাইগার উডস। কে বাদ গেলেন? বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার ডেল স্টেইন টুইট করলেন, ‘একটু সময় বার করে ভেবে দেখুন মাদিবা আপনার জন্য, আমাদের দেশের জন্য কী করেছেন! অবিশ্বাস্য চরিত্র। অসামান্য কিংবদন্তি!’
দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়ে দিয়েছে এমন শোকাচ্ছন্ন পরিবেশেও ভারতের বিরুদ্ধে সিরিজ হবে। হবে, ম্যান্ডেলার নামে সিরিজকে উৎসর্গ করে। একটা সময় পর্যন্ত শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকা সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে ক্রিকেট সাউথ আফ্রিকা। কিন্তু পরে ক্রিকেট সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিস নেনজানি বলে দিলেন, “সিএসএ-র পক্ষ থেকে ওঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমরা পুরো সিরিজটাই ওঁর নামে উৎসর্গ করছি।”

মিস্টার ম্যান্ডেলার সঙ্গে যে দিন প্রথম দেখা হয়েছিল, সেটা ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। অনুপ্রেরণার আর এক নাম ছিলেন উনি। আমার হৃদয়ে সব সময় থাকবেন ম্যান্ডেলা।


একটু সময় নিয়ে ভাবুন মাদিবা আপনার ও আমাদের দেশের জন্য কী করেছেন! অবিশ্বাস্য লোক, এক অসামান্য কিংবদন্তি!


ম্যান্ডেলা আমাদের উদারতার সঙ্গে ক্ষমা করতে শিখিয়েছিলেন। উনি শিখিয়েছিলেন, সব বর্ণের মানুষই আমাদের ভাই।


১৯৯৮ সালে ওঁর সঙ্গে লাঞ্চ করার সময় জীবনের সবচেয়ে প্রেরণাদায়ক মুহূর্তগুলো পেয়েছিলাম।


জীবনের সেরা মুহূর্ত মাদিবার সঙ্গে দেখা হওয়া। আমার দেখা সবচেয়ে ভাল মানুষ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.