|
|
|
|
মন্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • পটনা
৬ ডিসেম্বর |
নীতীশ সরকারের খাদ্যমন্ত্রী শ্যাম রজকের বিরুদ্ধে দূরদর্শনের এক মহিলা কর্মী মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করলেন। পটনা দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম দফতরের প্রধান ওই মহিলা শাস্ত্রী নগর থানায় অভিযোগ করে জানিয়েছেন, শ্যাম রজক ফোনে তাঁকে মানসিক ভাবে নির্যাতন করেছেন। লোক পাঠিয়ে খুন করার হুমকিও দিয়েছেন। শ্যাম রজক এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বলেছেন, “ওই মহিলাকে আমি চিনি। তাঁর সঙ্গে এরকম কোনও সর্ম্পক আমার নয় যে তাঁকে ধমকাবো। যা বলা হচ্ছে তা রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করি।”
ঘটনার শুরু গত ২২ নভেম্বর। ওই মহিলার সহকর্মী নবীনকুমার প্রসাদের কর্মস্থলের জটিলতা নিয়ে গন্ডগোলের শুরু। ওই মহিলা দায়িত্বে আসার পরে নবীনকুমারের হাত থেকে কিছু দায়িত্ব কেড়ে নেওয়া হয়। সেই থেকে দু’জনের মধ্যে ঝামেলা। তা গড়িয়ে যায় মন্ত্রী পর্যন্ত। পুলিশের কাছে লিখিত অভিযোগে মহিলা জানিয়েছেন, “২২ নভেম্বর শ্যাম রজকের নম্বর থেকে ফোন আসে। মন্ত্রী নবীনকে নিজের ভাই বলে পরিচয় দিয়ে তাঁর কথা মতো কাজ করার জন্য বলেন। তা না হলে এর ফল ভুগতে হবে বলেও মন্ত্রী নানা ভাবে ভয় দেখান।” তাঁর অভিযোগ, “৪ ডিসেম্বর সকালে কয়েকজন বাড়িতে এসে আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে বলে, ঘরের বাইরে গেলে তোমার বেঁচে ফেরা হবে না।
তারা মন্ত্রীর লোক বলে আমাকে পরিচয় দেয়।”
মহিলার আইনজীবী সুমিত সিংহ বলেন, “আমাদের কাছে ঘটনার ‘রেকর্ড’ আছে। সময় মতো তা পেশ করা হবে।” এই অভিযোগ নিয়ে নবীন শ্যাম রজকের কাছে যে অভিযোগ জানিয়েছিলেন তা তিনি স্বীকার করেছেন। এ দিকে, বিরোধী দলগুলি এই ঘটনায় শ্যাম রজকের পদত্যাগ দাবি করেছে। |
|
|
|
|
|