|
|
|
|
হেস্টিংসে খাটাল সরাবে কে চলছে চাপান-উতোর
কৌশিক ঘোষ |
খাস হেস্টিংস অঞ্চলে আজও রয়েছে খাটাল। হেস্টিংস ক্যানাল রোডে, টলিনালার পাশেই দুটি খাটাল থাকায় নোংরা হচ্ছে এলাকাটি। কিন্তু সমস্যা সমাধানের দায় কার তা নিয়ে চাপান-উতোর রয়েছে বিভিন্ন দফতরে। রয়েছে সরকারি লাল ফিতের গেরোও। ফলে, খাটাল সমস্যার সমাধান অধরাই রয়ে গিয়েছে।
পুর-কর্তৃপক্ষের বক্তব্য, শহরের কোথাও কোনও খাটাল থাকার কথা নয়। তবে লুকিয়ে খাটাল চালাচ্ছে জানালে পুরসভা পুলিশ এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরকে জানাবে। তবে কর্তৃপক্ষ এটাও স্বীকার করেছেন যে, পুরসভার সেই পরিকাঠামো নেই যে শহরের প্রতিটি জায়গায় ঘুরে কোথায় খাটাল গজিয়ে উঠছে তা পরিদর্শন করবে। |
|
ক্যানাল রোডে চলছে খাটাল। ছবি: শুভাশিস ভট্টাচার্য। |
পুরসভার মেয়র পারিষদ (জজ্ঞাল অপসারণ) দেবব্রত মজুমদার বলেন, “শহরে কোনও খাটাল উচ্ছেদ অভিযান করলে পুলিশ এবং পুরসভা প্রাণিসম্পদ বিকাশ দফতরকে সাহায্য করে। বেশ কয়েক বছর আগেই শহরের বিভিন্ন জায়গা থেকে খাটাল উচ্ছেদ অভিযান চালানো হয়। তার পরেও কোনও কোনও এলাকায় আবার খাটাল গজিয়ে উঠেছে।”
টলিনালার ধারে ক্যানাল রোডে সেচ দফতরের জমিতেই আগে অনেকগুলি খাটাল ছিল। কয়েক বছর আগে ওই এলাকায় একটি অগ্নিকাণ্ড ঘটলে ওই জমিতে বসাবসকারিরা সেচ দফতরের জমি ছেড়ে বিপরীত দিকে পুরসভার রাস্তা দখল করে বসে। সেই সময় যে খাটালগুলি ছিল তা উচ্ছেদ করা হয়েছিল। পরে আবার খাটাল গজিয়ে উঠেছে। তার পর থেকে এই খাটাল সরানোর ব্যাপারে কেউ উদ্যোগী হননি। গজিয়ে ওঠা এই খাটালের মালিক এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
পুলিশের বক্তব্য, বিক্ষিপ্ত ভাবে শহরে খাটাল থাকতে পারে। কিন্তু এই ব্যাপারে প্রাণিসম্পদ দফতরকেই আইনত ব্যবস্থা নিতে হবে। এই প্রসঙ্গে, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (রিজার্ভ ফোর্স) অশোক বিশ্বাস বলেন, “খাটাল উচ্ছেদের ক্ষেত্রে একমাত্র অনুমতি দিতে পারে প্রাণিসম্পদ বিকাশ দফতর। তাঁরা না অনুমতি দিলে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারে না। এই ব্যাপারে প্রাণিসম্পদ বিকাশ দফতরের নিজস্ব পরিকাঠামোও রয়েছে। কলকাতা পুলিশও প্রয়োজনে গরু ও মোষ ধরার জন্য গাড়ির ব্যবস্থা করে। কিন্তু এগুলি নিয়ে যাওয়ার দায়িত্ব প্রাণিসম্পদ বিকাশ দফতরের।”
প্রাণিসম্পদ বিকাশ দফতর কর্তৃপক্ষ এই বিষয়ে জানান, খবর পেলেই দফতর থেকে ব্যবস্থা নেওয়া হয়। শহরের বেশির ভাগ জায়গা থেকেই খাটাল উচ্ছেদ করা হয়েছে। তবে নির্দিষ্ট ভাবে ক্যানাল রোডের খাটাল নিয়ে কিছু জানা নেই। |
|
|
|
|
|