পঞ্চম ভারতীয় যুব বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করতে শুক্রবার বিকেল ৩টে ৪৮ মিনিট নাগাদ বিশ্বভারতীর বিনয়ভবন মাঠে বায়ুসেনার কপ্টারে নামলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রণববাবু যুব বিজ্ঞানীদের ভারতে কৃষি ব্যাবস্থায় উন্নয়ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। |
শান্তিনিকেতনে পঞ্চম ভারতীয় যুব বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত,
রাজ্যপাল এম কে নারায়ণন এবং রাষ্ট্রপতি। ছবি: বিশ্বজিত্ রায়চৌধুরী। |
খাদ্য সুরক্ষা বিল প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে ১.২৫ কোটি মানুষ। এঁদের সকলের মুখে খাদ্য তুলে দিতে হয়। এর জন্য কোনও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বা সাহায্য নিয়ে তাঁদের মুখে খাদ্য তুলে দেওয়া যাবে তা নয়। শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে খাদ্য যোগান দেওয়া সম্ভব হবে। সে জন্য সবুজ বিপ্লব ঘটিয়ে উত্পাদন ব্যবস্থা বাড়াতে হবে।” |
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সিউড়ি সফর বাতিল হয়।
তবুও হেলিকপ্টার নামার অপেক্ষায় ওরা।ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
এ দিন প্রণববাবুকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন অধ্যাপক শমিত রায়, অধ্যাপক কিশোর ভট্টাচার্য, কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। ওখান থেকে সোজা তাঁর কনভয় পৌঁছয় বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে। বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রণববাবু তাঁর অসুস্থ দাদা পীযূষ মুখোপাধ্যায়কে দেখতে বোলপুরের জামবুনি বাড়িতে যান। বৌদি মঞ্জু মুখোপাধ্যায়কে পিঠে তৈরি করে রাখতে বলেছিলেন তিনি। সেই পিঠে তিনি খান। দাদা-বৌদির খোঁজখবর নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, বিশিষ্ট বিজ্ঞানী এমএস স্বামীনাথন, বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত প্রমুখ। রাতে রথীন্দ্র অতিথি গৃহে বিশ্বভারতীর বিভিন্ন ভবনের অধ্যক্ষ, অধিকর্তা ও অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। |