আজ বিশ্বভারতীতে আসছেন রাষ্ট্রপতি
বিশ্বভারতীতে অনুষ্ঠিত পঞ্চম ভারতীয় যুব বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আজ শান্তিনিকেতনে পৌঁছচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পরের দিনই বিশ্বভারতীর পরিদর্শক হিসেবে তিনি প্রথম বার ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন। বৃহস্পতিবার এ কথা জানালেন বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপার্সন অধ্যাপিকা সবুজকলি সেন। শান্তিনিকেতনে আসার আগে বিকেলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে জেলার সাপ্তাহিক পত্রিকা ‘নয়া প্রজন্মে’র একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
শান্তিনিকেতনের আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি।—নিজস্ব চিত্র।
বিশ্বভারতী সূত্রে খবর, এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন, এসআরএম বিশ্ববিদ্যালয়, রাজীব গাঁধী ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইযুথ ডেভলপমেন্ট এবং বিশ্বভারতীর যৌথ উদ্যোগে বিশ্বভারতীর নাট্যঘরে শনিবার পর্যন্ত ওই যুব বিজ্ঞান কংগ্রেস চলবে। অনুষ্ঠানে হাজির থাকার কথা রাজ্যপাল এম কে নারায়ণনেরও। কংগ্রেসে যোগ দিতে আসছেন বিশিষ্ট বিজ্ঞানী এমএস স্বামীনাথন। আয়োজকদের পক্ষে বিশ্বভারতীর পল্লিসম্প্রসারণকেন্দ্রের অধ্যাপক অমিত হাজরা বলেন, “পদার্থ, জীব, রসায়ন, কৃষি ও পরিবেশ বিজ্ঞানের প্রায় ৫০০ জন পড়ুয়া ও গবেষক এই কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁরা সেখানে নিজেদের গবেষণা পেপার পড়বেন। আলোচনাও হবে। পড়ুয়া ও গবেষকদের উৎসাহ দিতে একটি প্রতিযোগিতারও আয়োজন থাকছে।”
এ দিনই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সবুজকলিদেবী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি আসবেন কিনা, তাঁর দফতর থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বার্তা আসেনি।” শনিবার সকালে আম্রকুঞ্জের জহরবেদীতে রাষ্ট্রপতি যোগ দেবেন বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে। রাষ্টপতি হওয়ার পরে বিশ্বভারতীতে এলেও এই প্রথম সমাবর্তনে যোগ দেবেন প্রণববাবু। তার আগে সকালেই তিনি বিশ্বভারতীর ভাষা-বিদ্যা ভবনের নবনির্মিত ভবন উদ্বোধনও করবেন। রবীন্দ্র ভবন ঘুরে উদয়ন গৃহে রবীন্দ্রনাথ ঠাকুরকে রাষ্ট্রপতি বিশেষ শ্রদ্ধাও জানাবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.