শেষ যাত্রায় মহম্মদ আলি
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
“যেটা অসম্ভব মনে হচ্ছে, সেটাই সম্ভব করতে হবে,” এই কথাটিকেই মূলমন্ত্র করেছিলেন প্রাক্তন মার্কিন বক্সার মহম্মদ আলি। এই কথা যিনি বলেছিলেন, সেই নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন তিনি। বৃহস্পতিবার রাতে ম্যান্ডেলার মৃত্যুর খবর পেয়েই তাঁর শেষ যাত্রায় যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যান মহম্মদ আলি। নেলসন ম্যান্ডেলা নিজেও বক্সার ছিলেন। সেই সূত্রেই তাঁকে দু’বার সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল মহম্মদ আলির। সেই স্মৃতি থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, “ম্যান্ডেলা সম্পর্কে যেটা সবার আগে মনে পড়ে, তা হল এত রকম বর্ণবৈষম্য, অর্থনৈতিক অবিচারের মুখোমুখি হওয়া সত্ত্বেও ওঁর হৃদয়ে-আত্মায় কখনও কোনও রকম ঘৃণা বা প্রতিশোধস্পৃহা জায়গা করতে পারেনি। ক্ষমাশীলতার প্রতীক ছিলেন তিনি।... শিখিয়েছিলেন, যেটা অসম্ভব বলে মনে হচ্ছে, সেটার জন্য কী ভাবে জীবন দিয়ে লড়তে হয়।”
|
সনিয়ার শোক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে তাঁর মনে হয়েছে, তিনি যেন এক স্নেহশীল পিতাকে হারালেন। শুক্রবার লোকসভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সেই সঙ্গে তিনি এটাও জানালেন, বিশ্ববাসীর এই কারণেই কৃতজ্ঞ থাকা উচিত যে, পৃথিবীর মাটিতে এমন মানুষের পা পড়েছিল। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী পাঁচ দিন রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, সনিয়া বা চিদম্বরমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ম্যান্ডেলার অন্ত্যেষ্টিতে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যেতে পারেন।
|