টেট-এ দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
রাজ্য ও কেন্দ্র সরকারের নানা নীতির সমালোচনা করে সভা করল সিপিআই (এমএল)-এর জেলা কমিটি। শুক্রবার বিকেলে কালনা শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকার এই সভায় হাজির ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, রাজ্য কমিটির সদস্য মীনা পাল, জেলা সম্পাদক সলিল দত্ত-সহ অনেকেই। সভায় সংগঠনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল অভিযোগ করেন, “সরকারের জনবিরোধী নিতীর ফলেই কৃষকদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। তৃণমূলের শাসনে বর্ধমানে ৭৬ জন কৃষক আত্মহত্যা করেছেন।” এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগও ওঠে সভায়।
|
মিড-ডে মিল রান্নার গ্যাস থেকে আগুন লেগে আতঙ্ক ছড়াল স্কুলে। শুক্রবার কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে। স্কুল সূত্রে জানা গিয়েছে, দুপুরে মিড-ডে মিল রান্নার গ্যাস থেকে আচমকা আগুন লেগে যায়। আতঙ্কে ছাত্রছাত্রীরা অনেকেই স্কুলের বাইরে বেরিয়ে পড়ে। খবর দেওয়া হয় কালনা দমকল কেন্দ্রে। তবে দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে স্কুল কর্তৃপক্ষ। |