বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন ৯২টি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দিন স্থির হল ২৮ জানুয়ারি। ৩০ তারিখের মধ্যে সংসদ গড়া হবে। বিনা ঝামেলায় নির্বাচন মেটাতে উপাচার্য স্মৃতিকুমার সরকারের নেতৃত্বে একটি কমিটিও গড়া হয়েছে। কলেজগুলির ছাত্রসংসদ নির্বাচন সংক্রান্ত কমিটির নোডাল অফিসার হয়েছে কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা।
দেবকুমারবাবু বলেন, “রাজ্য সরকারের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো নির্দেশে কলেজে কলেজে সুষ্ঠু এবং অবাধ ছাত্র সংসদ করতে বলা হয়েছে। সমস্ত কলেজে একই দিনে নির্বাচন করার কথাও বলা হয়েছে।” এই নির্দেশ হাতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার উপাচার্যের ঘরে একটি বৈঠক করেন। বৈঠকে স্থির হয়, ২৮ জানুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও হুগলির মোট ৯২টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। নির্বাচন সংক্রান্ত কমিটিতে রয়েছেন ওই চার জেলার জেলাশাসক ও এসপি অথবা পুলিশ কমিশনারেরা।
দেবকুমারবাবু আরও বলেন, “জেলার বিভিন্ন মহকুমায় ছড়িয়ে রয়েছে ওই ৯২টি কলেজ। তাই কোথায় কবে থেকে মনোনয়ন জমা নেওয়া হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলাশাসক।” তিনি আরও জানান, মনোনয়ন পেশে বাধা বা কোথাও কলেজে বুথ দখল করে ভোট দেওয়ার ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের কমিটি বিষয়টি নিয়ে মাথা ঘামাবে। দরকার হলে পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি ফের ভোট নেওয়া হবে সংশ্লিষ্ট কলেজে। |