সরকারের হস্তক্ষেপে দামে কিছুটা রাশ টানা গিয়েছিল। কিন্তু কিছু দিন যেতে না-যেতেই বাজারে আলুর দাম ফের ঊর্ধ্বমুখী। আজ, বুধবার থেকে তাই আবার নিজেদের ব্যবস্থাপনায় আলু বিক্রি ১৩ টাকা কিলোগ্রাম দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার। কৃষি বিপণন দফতর সূত্রের খবর, দু’-এক দিনের মধ্যেই ১১ টাকা কেজি দরে ব্যবসায়ীদের আলু সরবরাহ শুরু হবে।
অক্টোবরের শেষের দিকে রাজ্য জুড়ে জ্যোতি আলুর দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। তার পরে, ১ নভেম্বর জ্যোতি আলুর দর বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়, পাইকারি দর হবে ১১ এবং খুচরো দাম হবে ১৩ টাকা। আর তার পরেই বিভিন্ন বাজার থেকে উধাও হয়ে যায় আলু। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন বাজারে আলু সরবরাহ শুরু করে রাজ্যের কৃষি বিপণন দফতর। শর্ত ছিল, ১৩ টাকা কেজি দরে তা বিক্রি করতে হবে। এতে শহর ও শহরতলির বিভিন্ন বাজারে ১৩ টাকা দরে জ্যোতি আলু মিলছিল। কিন্তু নভেম্বরের তৃতীয় সপ্তাহ শেষ হতেই আলু সরবরাহ বন্ধ হয়ে যায়। গত কয়েক দিন ধরে ১৫-১৬ টাকায় জ্যোতি আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। আর সরকারি ব্যবস্থায় আলু সরবরাহ বন্ধের জন্যই যে ওই পরিস্থিতি হয়েছে, তা মেনে নেয় পুর প্রশাসন। সোমবার কলকাতা পুর প্রশাসন বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত নেন।
এ দিন নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে আলুর দরের প্রসঙ্গ ওঠে। তাঁকে না-জানিয়ে সরকারি ব্যবস্থাপনায় আলুর সরবরাহ বন্ধ করে দেওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে ফের ওই ব্যবস্থা চালু করার নির্দেশ দেন তিনি। কৃষি বিপণন দফতরের এক আধিকারিক এ দিন জানান, আলু সরবরাহ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট অফিসারদের ভর্ৎসনাও করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাইরের রাজ্যে আলু সরবরাহের বিষয়টিও এ দিন বৈঠকে ওঠে। ওই অফিসার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এ রাজ্য থেকে দু’লক্ষ মেট্রিক টন আলু বাইরের রাজ্যে পাঠাতে পারবেন ব্যবসায়ীরা। তবে তা ১০ ডিসেম্বরের পরে। |